ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
সরকারের একাধিক পদক্ষেপের ফলে বিভিন্ন ধরনের ডালের দাম কমেছে
Posted On:
22 FEB 2022 6:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২২
দেশে অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রীর যোগান অব্যাহত এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের ফলেই তুর এবং অড়হর ডালের দাম লক্ষ্যণীয়ভাবে কমেছে।
গ্রাহক বিষয়ক দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, তুর / অড়হর ডালের গড় পাইকারি মূল্য ২২ ফেব্রুয়ারি তারিখে ক্যুইন্টালপ্রতি দাঁড়িয়েছে ৯,২৫৫.৮৮ টাকা। গত বছরের এই একই সময়ে তুর / অড়হর ডালের ক্যুইন্টালপ্রতি মূল্য ছিল ৯,৫২৯.৭৯ টাকা, যা এবার ২.৮৭ শতাংশ কমেছে।
একইভাবে, তুর / অড়হর ডালের গড় পাইকারি মূল্য গত ২১ ফেব্রুয়ারি ছিল ক্যুইন্টালপ্রতি ৯,২৫২.১৭ টাকা। অন্যদিকে, এই দুটি ডালের গড় পাইকারি মূল্য গত বছরের ২১ ফেব্রুয়ারি দাঁড়ায় ক্যুইন্টালপ্রতি ৯,৫৮০.১৭ টাকা, যা এবার ৩.৪২ শতাংশ কমেছে।
উল্লেখ করা যেতে পারে, গত বছরের মে মাসে অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রী আইন অনুযায়ী সমস্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলকে এক পরামর্শ জারি করে বলা হয়, অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে মিল মালিক, আমদানিকারক এবং ব্যবসায়ীদের কাছে যে পরিমাণ মজুত ডাল রয়েছে তার হিসাব প্রকাশ করতে হবে। কেন্দ্রীয় সরকার মুগ ডাল বাদ দিয়ে বাকি সমস্ত ধরনের ডালের ক্ষেত্রে গত বছরের ২ জুলাই মজুত সীমার ওপর কিছু বিধি-নিষেধ আরোপ করে। এরপর, গত বছরেরই ১৯ জুলাই আরও চারটি ডাল, যেমন তুর, অড়হর, মুসুর ও ছোলার ক্ষেত্রে মজুতের ঊর্ধ্বসীমা গত বছরেরই ৩১ অক্টোবর পর্যন্ত বেঁধে দেওয়া হয়।
দেশে বিভিন্ন ধরনের ডালশস্যের যোগান বাড়াতে ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার গত বছরের ১৫ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তুর, উরাদ ও মুগ ডাল আমদানিতে অনুমতি দেয়। এর ফলে, এই দানাশস্য জাতীয় ডালগুলির মূল্য নিয়ন্ত্রণে আসে ও যোগান বৃদ্ধি পায়। পরবর্তীকালে সরকার উপরোক্ত ওই চারটি ডাল চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আমদানিতে অনুমতি দেয়। এর ফলে, দেশে এই ডালগুলির যোগান বৃদ্ধি পায় এবং মূল্য নিয়ন্ত্রণে আসে। সরকারের ডালশস্য আমদানি নীতি গ্রহণের ফলে দেশে তুর, উরাদ ও মুগ ডালের যোগান গত দুই বছরের তুলনায় এবার লক্ষ্যণীয় হারে বেড়েছে।
CG/BD/DM/
(Release ID: 1800465)
Visitor Counter : 276