সংস্কৃতিমন্ত্রক

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে সংস্কৃতি মন্ত্রক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে

Posted On: 21 FEB 2022 8:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২২

 

আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আজ নতুন দিল্লিতে সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্যা আর্টস এবং ইউনেস্কোর সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। মাতৃভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্র সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ইউনেস্কোর পক্ষ থেকে প্রতি বছরই এই দিনটি উপলক্ষে একটি ভাবনা থাকে। এবছরের ভাবনা ছিল- "বহুভাষিক শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার করা: চ্যালেঞ্জ এবং সুযোগ"।

এটি বহুভাষিক শিক্ষাকে এগিয়ে নিয়ে চলতে এবং সকলের জন্য মানসম্মত শিক্ষা দান ও শিক্ষার উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে প্রযুক্তির সম্ভাব্য ভূমিকার ওপর দৃষ্টি আবদ্ধ করে।

আজকের অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী গোবিন্দ মোহন, ইউনেস্কোর ক্লাস্টার অফিস, নতুন দিল্লির অধিকর্তা মিস্টার এরিক ফল্ট এবং বিশিষ্ট কবি প্রসূন যোশী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  সরস্বতী বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সাহিত্য নাটক একাডেমির শিল্পীরা সমবেত নৃত্য প্রদর্শন করেন।

 

CG/ SB



(Release ID: 1800183) Visitor Counter : 150


Read this release in: English , Urdu , Marathi , Hindi