যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় সাঁতারু এবং টোকিও অলিম্পিয়ান শ্রীহরি নটরাজ বেঙ্গালুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন ও ‘মিট দ্য চ্যাম্পিয়ন্স’ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন

Posted On: 19 FEB 2022 6:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২২

 

ভারতীয় সাঁতারু এবং টোকিও অলিম্পিয়ান শ্রীহরি নটরাজ আজ বেঙ্গালুরুর আর.ভি. গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে ‘মিট দ্য চ্যাম্পিয়ন্স’ উদ্যোগ নিয়েছেন, তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, অলিম্পিকে পদক জয়ী নীরজ চোপড়া, বজরং পুনিয়া ইতিমধ্যেই গুজরাট ও হরিয়ানার বিদ্যালয় পরিদর্শন করেছেন। পাশাপাশি অলিম্পিকে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কে.সি গণপতি এবং বরুণ ঠক্কর তামিলনাড়ুতে স্থানীয় স্কুল পরিদর্শন করেছেন।

অনুষ্ঠানে তরুণ অলিম্পিয়ান সাঁতারু শ্রীহরি নটরাজ দেশে এই ধরণের উদ্যোগ নেওয়ার জন্য প্রশংসা জানান। তিনি বলেন, এই পদক্ষেপ গ্রহণের ফলে দেশে খেলাধুলার প্রচার ও প্রসার ঘটবে। শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তিনি তার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। শ্রীহরি নটরাজ বলেন, এই পদক্ষেপ শিশুদের খেলাধুলা, শারীরিক সক্ষমতা, পুষ্টি এবং স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে সাহায্য করবে। শ্রীহরি নটরাজ বলেন, এটি শুধু শিশুদেরই নয়, দেশে খেলাধুলার উন্নয়নে উৎসাহ যোগাবে।

তিনি বলেন, এই উদ্যোগ শিশুদের জন্য প্রকৃতই অনুপ্রেরণাদায়ক। আগামী দিনে দেশের যুব সম্প্রদায় আরও বেশি করে খেলাধুলার প্রতি অগ্রহী হবেন বলেও আশাপ্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে আলাপচালিতার পর তাদের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কর্ণাটকের ৭৫টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সাঁতার এবং একজন প্রতিযোগী ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতার কথাও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসব-এর অঙ্গ হিসেবে ‘মিট দ্য চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়া ২০২১ সালের ডিসেম্বর মাসে এবং প্যারাঅলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী শরদ কুমার ২০২২ সালের জানুয়ারিতে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। শিক্ষা মন্ত্রক এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী দিনে প্যারাঅলিম্পিকে পদক জয়ী অবনী লেখারা এবং মারিয়াপ্পান থাঙ্গাভেলু যথাক্রমে রাজস্থান এবং তামিলনাড়ুতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন।

 

CG/SS/SKD/


(Release ID: 1799745) Visitor Counter : 110