জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষ
২০২১ সালের ৩১শে মার্চ পর্যন্ত এনএফআরএ-এর আওতায় সংস্থা এবং অডিটরদের বিষয়ে প্রাথমিক তথ্য
Posted On:
18 FEB 2022 3:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (এনএফআরএ) সংস্থা এবং অডিটরদের একটি তথ্য ভাণ্ডার তৈরি করেছে। ২০২১ সালের ৩১শে মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখানে ৬ হাজার ৮২০টি সংস্থা রয়েছে, যার মধ্যে ৫ হাজার ৫৬৩টি তালিকাভুক্ত সংস্থা, ১ হাজার ১৫৬টি তালিকাভুক্ত নয় এমন সংস্থা এবং ১০১টি বীমা ও ব্যাঙ্কিং সংস্থা রয়েছে। ২ হাজার ৭৯টি অডিটরের বিবরণী এই তথ্য ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই তথ্য ভাণ্ডার তৈরিতে প্রাথমিক তথ্যের উৎস শনাক্তকরণ, নীরিক্ষণের মতো পদক্ষেপগুলি অনুসরণ করা হয়ে থাকে। উল্লেখ্য, কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অন্তর্গত কর্পোরেট ডাটা ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে যুক্ত এনএফআরএ। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন – https://www.nfra.gov.in/nfra_domain
CG/SS/SKD/
(Release ID: 1799355)
Visitor Counter : 137