বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

নতুন প্রযুক্তি স্বতন্ত্রভাবে মডিউল, টার্বাইন ব্লেড এবং মহাকাশে ব্যবহৃত অতি মূল্যবান উপকরণের মেরামত ও তা পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারে

Posted On: 18 FEB 2022 2:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

 

একজন ভারতীয় বিজ্ঞানী এমন এক স্বতন্ত্র প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা অতি মূল্যবান মডিউল, টার্বাইন ব্লেড এবং মহাকাশে ব্যবহৃত উপকরণগুলির মেরামত ও তা পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারে। এ ধরনের উপকরণগুলি মেরামতের ক্ষেত্রে মনুষ্য হস্তক্ষেপের সুযোগ কম। তাই আশা করা যায়, এই প্রযুক্তি মেরামত শিল্প ক্ষেত্রের অগ্রগতিতে সুদূরপ্রসারী ভূমিকা নেবে। আত্মনির্ভর ভারত গঠনের ক্ষেত্রে সর্বাধুনিক এই প্রযুক্তি মডিউল, টার্বাইন, ব্লেড এবং মহাকাশে ব্যবহৃত উচ্চ মূল্যের উপকরণ নির্মাণে সাহায্য করবে। 

ওয়েলন্ডিং ও থার্মাল স্প্রে করার মতো বর্তমান মেরামত কৌশলগুলি থেকে সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যায় না। এমনকি, বর্তমান এই প্রযুক্তি মনুষ্য-চালিত এবং মেরামতের ক্ষেত্রে উৎকৃষ্টতা মানুষের দক্ষতার উপর নির্ভরশীল। আইআইটি বম্বের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রমেশ কুমার সিং এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা মেরামত ও পুনরুদ্ধারের কাজ সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনার জন্য লেজার পদ্ধতি ব্যবহার করা হয় এবং এই পদ্ধতি সম্পূর্ণ স্বনিয়ন্ত্রিত, যেখানে মানুষের কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই। এর ফলে, মেরামতের কাজের গুণমান আরও বেড়েছে। 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজিস কর্মসূচির সহায়তায় এই প্রযুক্তি উদ্ভাব করা হয়েছে। প্রযুক্তি উদ্ভাবনের পর তার কার্যকরিতা ও দক্ষতা যাচাই করা হবে। এই প্রযুক্তির সাহায্যে ত্রুটিপূর্ণ উপকরণগুলিতে যেখানে মেরামতের প্রয়োজন, তা স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত হবে। আর, এই কাজে লেজার রশ্মি সাহায্য করবে। এরপর, লেজার রশ্মি-নির্ভর বিশেষ এনার্জি ডিপোজিশন টেকনিক ব্যবহার করা হবে, যা ত্রুটিপূর্ণ উপকরণের মেরামতে সাহায্য করবে। এই উদ্ভাবন সম্পর্কে অধ্যাপক রমেশ বলেছেন, এই প্রযুক্তি উদ্ভাবনে যে অর্থ খরচ হয়েছে, তা যদি পরিশোধ করা যায়, তা হলে ত্রুটিপূর্ণ ২০টিরও বেশি যন্ত্রের মেরামত খাতে প্রয়োজনীয় অর্থের সংস্থান হবে। 

 

CG/BD/SB



(Release ID: 1799326) Visitor Counter : 135