রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

গুরু রবিদাস-এর জন্মদিনের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা

प्रविष्टि तिथि: 15 FEB 2022 5:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

 

রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ গুরু রবিদাস-এর জন্মদিনের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “গুরু রবিদাস জী-র জন্মবার্ষিকীতে আমি সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

গুরু রবিদাস ছিলেন একজন মহান সাধক, কবি ও সমাজ সংস্কাকর। ভক্তিমূলক গানের মাধ্যমে তিনি সামাজিক কুসংস্কার দূর করে সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তাঁকে ভক্তি আন্দোলনের একজন প্রথম সারির কবি সাধক বলে মনে করা হয়। 

তিনি মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সাম্যের অনুভূতি জাগ্রত করার চেষ্টা করেছেন। তাঁর শান্তি ও ভ্রাতৃত্বের শিক্ষা আজ আরও বেশি প্রাসঙ্গিক। একজন আধ্যাত্মিক ব্যক্তি ও একজন মহান সমাজ সংস্কারক হওয়ার কারণে, গুরু রবিদাস সর্বদা তাঁর অনুগামীদের কঠোর পরিশ্রম ও সহনশীলতার পথ অনুসরণ করতে উৎসাহিত করতেন।

আসুন, আমরা গুরু রবিদাস জী-র দেখানো পথে চলার শপথ নিই এবং সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে একটি সমাজ গঠনে অবদান রাখি।”

 

CG/SS/SKD/


(रिलीज़ आईडी: 1798721) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil