কয়লামন্ত্রক
কয়লা উৎপাদন জানুয়ারিতে রেকর্ড ৬.১৩ শতাংশ বেড়ে ৭৯.৬০ মিলিয়ন টন হয়েছে
Posted On:
14 FEB 2022 3:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
ভারতের কয়লা উৎপাদন ২০২০-র জানুয়ারি মাসে ৭৫ মিলিয়ন টন থেকে ৬.১৩ শতাংশ বেড়ে ২০২২-এর আলোচ্য মাসে ৭৯.৬০ টন হয়েছে। কয়লা মন্ত্রকের প্রাথমিক তথ্যানুযায়ী জানুয়ারি মাসে মোট উৎপাদনের মধ্যে কোল ইন্ডিয়া লিমিটেডের কয়লা উত্তোলন ২.৩৫ শতাংশ বেড়ে ৬৪.৫০ মিলিয়ন টন হয়েছে।
২০২২-এর জানুয়ারি মাসে কয়লা সরবরাহের পরিমাণ গত বছরের একই মাসের তুলনায় ১০.৮০ শতাংশ বেড়ে ৭৫.৫৫ মিলিয়ন টন হয়েছে। কোল ইন্ডিয়া লিমিটেডের চলতি বছরের জানুয়ারি মাসে কয়লা সরবরাহের পরিমাণ পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় ৭.৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬০.৮৫ মিলিয়ন টন।
দেশে সর্বাধিক কয়লা উৎপাদিত ৩৫টি খনির মধ্যে ১৪টি খনিতে ১০০ শতাংশের বেশি কাজকর্ম হয়েছে এবং ৬টি খনিতে উৎপাদনের পরিমাণ ৮০ থেকে ১০০ শতাংশ। আলোচ্য সময়ে বিদ্যুৎ ক্ষেত্রে কয়লা সরবরাহের পরিমাণ ২০২২-এর জানুয়ারিতে ১৮.৭০ শতাংশ বেড়ে ৬৩.২২ মিলিয়ন টন হয়েছে।
কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লার যোগানের পরিমাণ ২০২০-র জানুয়ারির তুলনায় ২০২২-এর জানুয়ারিতে ৯.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে, ২০২২-এর জানুয়ারিতে সার্বিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও ৬.৬৯ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২২-এর জানুয়ারিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ৮৮ হাজার ৬৪২ মেগা ইউনিট, যা ২০২১-এর ডিসেম্বরের তুলনায় ৩.৫৮ শতাংশ বেশি। একই ভাবে মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২০২১-এর ডিসেম্বরে ১ লক্ষ ১৩ হাজার ৯৪ মেগা ইউনিট থেকে বেড়ে ২০২২-এর জানুয়ারিতে হয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৭৫৭ মেগা ইউনিট।
২০২২ অর্থবর্ষে কয়লা উৎপাদনের তুলনা করা ২০২০ অর্থবর্ষের সঙ্গে করা হয়েছে, কারণ কোভিড-১৯ মহামারীর দরুন ২০২১ অর্থবর্ষকে অস্বাভাবিক বছর হিসেবে বিবেচনা করা হয়েছে।
CG/BD/AS/
(Release ID: 1798303)
Visitor Counter : 864