শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

জাতীয় কর্মসংস্থান নীতি

Posted On: 10 FEB 2022 1:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি, ২০২২

 

জাতীয় কর্মসংস্থান নীতির খসড়া তৈরির জন্য বর্তমানে কোনও কমিটি নেই। দেশের কর্মসংস্থান ও বেকারত্বের বিষয়ে বিভিন্ন তথ্য পর্যালোচনা করার জন্য কেন্দ্র তিনটি সমীক্ষার সূচনা করেছে। এগুলি হ’ল – অল ইন্ডিয়া কোয়াটার্লি এস্টাব্লিশমেন্ট বেসড্‌ এমপ্লয়মেন্ট সার্ভে; অল ইন্ডিয়া সার্ভে অন মাইগ্র্যান্ট ওয়ার্কার্স এবং অল ইন্ডিয়া সার্ভে অন ডোমেস্টিক ওয়ার্কার্স। সংগঠিত ও অসংগঠিত উভয় ক্ষেত্রেই সমীক্ষার কাজ চালানো হবে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি।

 

CG/CB/SB



(Release ID: 1797357) Visitor Counter : 97


Read this release in: English , Urdu , Marathi , Tamil