স্বরাষ্ট্র মন্ত্রক

ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য নীতি গ্রহণ

Posted On: 09 FEB 2022 3:33PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৯ ফেব্রুয়ারি,  ২০২২
 
সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে । এর জন্য একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে । বিপর্যয় মোকাবিলা (ডিএম) আইন ২০০৫-এর মাধ্যমে বিপর্যয় মোকাবিলার বিষয়ে জাতীয় নীতি কার্যকর করা হয়েছে । একটি সামগ্রিক, একাধিক দুর্যোগ মোকাবিলা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনাকে শক্তিশালী করার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা, প্রশমন ও আগাম প্রস্তুতি গড়ে তুলে  দুর্যোগ প্রতিরোধী ভারত গঠনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে । ২০১৬ সালে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ প্রথম জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করে । পরবর্তীতে ২০১৯ সালে এই পরিকল্পনায় কিছু পরিবর্তন নিয়ে আসা হয় । দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ এলাকায় পরিকল্পনা, আগাম প্রস্তুতি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও মানুষের প্রাণহানি রোধ করতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যের বিভিন্ন মন্ত্রক/বিভাগকে এই নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বন্যা সহ বিভিন্ন বিপর্যয় মোকাবিলায় একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে । 
 
দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধারকাজ চালানোর জন্য কেন্দ্রীয় সরকার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(এনডিআরএফ) প্রতিষ্ঠা করেছে । এমনকি কেন্দ্রীয় সরকার এনডিআরএফ কর্মী ও অন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নাগপুরে একটি এনডিআরএফ অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছে । উদ্ধার কাজে নিযুক্ত কর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । এমনকি জৈবিক, রাসায়নিক, রেডিওলজিক্যাল এবং নিউক্লিয়ারের মতো জরুরি বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফ কর্মীরা যাতে সুষ্ঠভাবে উদ্ধারকাজ চালাতে পারে তার জন্য প্রশিক্ষণও দেওয়া হয়েছে । পাশাপাশি একাধিক আন্তর্জাতিক আলোচনাচক্র, কর্মশালা, প্রশিক্ষণ শিবিরেও অংশ নিয়েছেন এনডিআরএফ কর্মীরা । তাদের বিশ্বমানের অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কেও দক্ষ করে তোলা হয়েছে । এনডিআরএফ কর্মীরা নিরলস ভাবে ‘কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং ও জনসচেতনতা এবং প্রস্তুতিমূলক কর্মসূচি’ চালিয়ে যাচ্ছে । 
 
জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এনডিআরএফ বন্যা, ভূমিধ্বস, ভূমিকম্পের মতো বিপর্যয়ে উদ্ধারকাজে নিয়োজিত অন্য সংস্থা/কর্তৃপক্ষকে নিয়মিত সহযোগিতাও করে চলেছে । রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই ।
 
CG/SS/RAB


(Release ID: 1797059) Visitor Counter : 1377


Read this release in: English , Urdu , Tamil , Telugu