সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ফাস্ট ট্যাগ- এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের টোল সংগ্রহ

Posted On: 09 FEB 2022 2:37PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২২
 
বিগত ৩১-শে জানুয়ারি, ২০২২ পর্যন্ত ৪.৫৯ কোটিরও বেশি ফাস্টট্যাগ ইস্যু করা হয়েছে। গত দু'বছরে জাতীয় সড়কে ফাস্ট ট্যাগের মাধ্যমে ফি সংগ্রহের মোট পরিমাণ নিম্নরূপ-
 
১/- ২০১৯-২০- ১০৭২৮.৫২ কোটি টাকা।
২/- ২০২০-২১- ২০৮৩৭.০৮ কোটি টাকা।
৩/- ২০২১-২২- জানুয়ারি পর্যন্ত-২৬৬২২.৯৩ কোটি টাকা।
 
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ৫-ই ফেব্রুয়ারি পর্যন্ত ফাস্ট ট্যাগ ব্যবহারকারীদের  ১২.৫ লক্ষ টাকা ভুল বা কাটছাঁটের জন্য সুবিধা দেওয়া হয়েছে।
 
টোল ব্যবহারকারী প্লাজা গুলিতে ফাস্টাগ- এর মাধ্যমে ভুলভ্রান্তি কমাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ব্যবস্থা গ্রহণ করেছে।
 
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই যানবাহনে ফাস্টট্যাগ লাগানো বাধ্যতামূলক করেছে এবং জাতীয় সড়ক গুলিতে টোলপ্লাজায় ফাস্ট ট্যাগ অত্যাবশ্যক করেছে।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB

(Release ID: 1797048)
Read this release in: English , Urdu , Tamil