ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
ভোজ্যতেল ও তৈলবীজের মজুত রাখার পরিমাণ সংক্রান্ত নির্দেশিকা কার্যকর করার জন্য রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠক
प्रविष्टि तिथि:
09 FEB 2022 11:59AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্র তেশরা ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে ভোজ্যতেল ও তৈলবীজের মজুত রাখার পরিমাণ নির্ধারণ সংক্রান্ত নির্দেশিকাটির সময়সীমা ৩০শে জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। দেশজুড়ে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণ করার জন্যই এই পদক্ষেপ। এর ফলে, তৈলবীজ এবং ভোজ্যতেল মজুত রাখার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নিয়ন্ত্রণ করতে পারবে। এই মর্মে ৮ই ফেব্রুয়ারি খাদ্য ও গণবন্টন দপ্তর একটি বৈঠকের আয়োজন করে। বৈঠকে সব রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলকে ভোজ্যতেল ও তৈলবীজ মজুত রাখার পরিমাণ সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে। সরবরাহ শৃঙ্খলে যাতে ব্যাঘাত না ঘটে এবং বৈধ ব্যবসা-বাণিজ্যে কোনও সমস্যার সৃষ্টি না হয় তা বিবেচনা করে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে, এই নির্দেশিকা কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভোজ্যতেলের ক্ষেত্রে খুচরো ব্যবসায়ীরা সর্বোচ্চ ৩০ ক্যুইন্টাল তেল মজুত রাখতে পারবেন। পাইকারী ব্যবসায়ীরা ৫০০ ক্যুইন্টাল, বৃহৎ শৃঙ্খলে যুক্ত খুচরো ব্যবসায়ী এবং দোকানগুলিতে ৩০ ক্যুইন্টাল, গুদামে ১ হাজার ক্যুইন্টাল ভোজ্যতেল মজুত রাখা যাবে। যেখানে ভোজ্যতেল উৎপাদন করা হয় সেখানে উৎপাদিত তেল সর্বোচ্চ ৯০ দিন মজুত রাখা যাবে।
তৈলবীজের ক্ষেত্রে খুচরো ব্যবসায়ীরা সর্বোচ্চ ১০০ ক্যুইন্টাল তৈলবীজ মজুত রাখতে পারবেন। পাইকারী ব্যবসায়ীরা ২,০০০ ক্যুইন্টাল তৈলবীজ মজুত রাখতে পারবেন। এছাড়াও যেখানে ভোজ্যতেল উৎপাদন করা হয় সেখানে সংগৃহিত তৈলবীজ সর্বোচ্চ ৯০ দিন মজুত রাখা যাবে। আমদানিকারক ও রপ্তানিকারকদের ক্ষেত্রে কিছু শর্তাবলী ছাড়া এই নিয়ম প্রযোজ্য হবে না।
যদি কেউ নির্ধারিত পরিমাণের চাইতে বেশি পরিমাণে তেল মজুত রাখেন, সেক্ষেত্রে তাঁকে খাদ্য ও গণবন্টন দপ্তরের ওয়েবসাইট - https://evegoils.nic.in/eosp/login-এ বিষয়টি জানাতে হবে। এক্ষেত্রে ৩০ দিনের মধ্যে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী ভোজ্যতেল ও তৈলবীজ মজুত রাখার ব্যবস্থা করতে হবে ।
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, তারা যাতে নিয়মিত এই পোর্টালের ওপর নজর রাখে এবং কোথাও মজুতের পরিমাণ বেশি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বাড়তি মজুত, কালোবাজারির মতো অন্যায্য বাণিজ্য আটকানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আন্তর্জাতিক বাজারের বর্তমান মূল্য সম্পর্কে জানানো হয়েছে। এর ফলে ভারতীয় বাজার কিভাবে প্রভাবিত হচ্ছে বৈঠকে সেই প্রসঙ্গও উল্লেখ করা হয়।
CG/CB/DM/
(रिलीज़ आईडी: 1796956)
आगंतुक पटल : 205