প্রতিরক্ষামন্ত্রক

মুম্বাইয়ে পশ্চিমাঞ্চলীয় নৌ-কমান্ডের নাভাল ইনভেস্টিচার সেরিমনি – ২০২২

Posted On: 09 FEB 2022 10:58AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২২

 

পশ্চিমাঞ্চলীয় নৌ-কমান্ডের নাভাল ইনভেস্টিচার সেরিমনি – ২০২২ মঙ্গলবার (৮ই ফেব্রুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়। ২০২০-র স্বাধীনতা দিবস এবং ২০২১ – এর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাহসিকতা ও স্বতন্ত্র সেবার স্বীকৃতি-স্বরূপ যে পুরস্কারের কথা ঘোষণা করা হয়, এই অনুষ্ঠানে পশ্চিমাঞ্চলীয় নৌ-কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল অজেন্দ্র বাহাদুর সিং তা প্রাপকদের হাতে তুলে দেন। 

অনুষ্ঠানে কমান্ডার ধনুষ মেনন এবং হরিদাস কুন্ডুকে নৌ-সেনা পদক (সাহসিকতা), কমোডর অনীল মারিয়াকে নৌ-সেনা পদক (কর্তব্যে নিষ্ঠা) প্রদান করা হয়। এছাড়াও, রিয়ার অ্যাডমিরাল সন্দীপ মেহতা, রিয়ার অ্যাডমিরাল আরতী সারিন, কমোডর শ্রীকান্ত কেসনুর, ক্যাপ্টেন বীজেন্দ্র সিং বাইনস, ক্যাপ্টেন সুমিত সিং সোধি, ক্যাপ্টেন কপিল ভাটিয়া প্রমুখের হাত বিশিষ্ট সেবা পদক তুলে দেওয়া হয়। 

ভাইস অ্যাডমিরাল অজেন্দ্র বাহাদুর সিং এই অনুষ্ঠানে নৌ যুদ্ধ জাহাজ গোমতিকে ইউনিট শংসাপত্র দিয়ে ভূষিত করেন। এই উপলক্ষে তিনি কর্তব্য পালনে অকুন্ঠ সমর্থন জানানোর জন্য প্রত্যেক সেনাকর্মীর পারিবারিক সদস্যদের ত্যাগের কথা স্বীকার করে নেন। 

উল্লেখ করা যেতে পারে, প্রত্যেক বছর পুরস্কার জয়ীদের সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠান কেন্দ্রীয় পর্যায়ে আয়োজিত হয়। কিন্তু, এবার কোভিড-১৯ মহামারীজনিত প্রতিকূল পরিস্থিতির কারণে পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ড পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করে। নৌ-বাহিনীর এই অনুষ্ঠানে কর্মীদের পরিবারের সদস্যরাও যোগ দেন।

 

CG/BD/SB



(Release ID: 1796947) Visitor Counter : 116