স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে ফেয়ার ব্যাঙ্কস রোগ এবং এক্রোমেগালির ঘটনা

प्रविष्टि तिथि: 08 FEB 2022 12:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২২

 

ফেয়ারব্যাঙ্কস ডিজিজ, বা মাল্টিপল এপিফাইসিল ডিস্প্লাসিয়া আক্রান্ত রোগীদের সাধারণত ব্যথা এবং অস্থি সংক্রান্ত ব্যবস্থাপনার প্রয়োজন হয়। এজন্য ভারতে একটি সুবিধা পাওয়া যায়।

আরও একটি বিরল রোগ এক্রোমেগালি হরমোনের অত্যাধিক নিঃসরণের দ্বারা সৃষ্টি হয়। মূলত পিটুইটারি গ্রন্থিতে টিউমার হলে এই ধরনের রোগ হতে পারে। হরমোনের অধিক নিঃসরণের ফলে  শৈশব এবং কৈশোরকালে উচ্চতা বৃদ্ধি একটি মূল সমস্যা হয়ে দাঁড়ায়।

এই উভয় ধরনের রোগের ক্ষেত্রে রোগী, কোন মেডিকেল কলেজ থেকে শুরু করে, কেন্দ্রীয় চিকিৎসা প্রতিষ্ঠান যেমন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেসে চিকিৎসার সুযোগ পান। এই সুযোগ বিনামূল্যে পাওয়া যায়। এক্রোমেগালি ক্ষেত্রে ব্যবহৃত সোমাটোস্ট্যাটিন ওষুধ অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০১৫ সালে যুক্ত করা হয়েছে।

আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার এই তথ্য জানিয়েছেন।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1796585) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil , Telugu