অর্থমন্ত্রক

আয়কর দপ্তরের নতুন ই-ফাইলিং পোর্টালে প্রায় ৬ কোটি ১৭ লক্ষ আয়কর রিটার্ন (আইটিআর) এবং প্রায় ১৯ লক্ষ প্রধান ট্যাক্স অডিট রিপোর্ট (টিএআর) দাখিল করা হয়েছে

Posted On: 07 FEB 2022 4:57PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৭ ফেব্রুয়ারি, ২০২২
 
আয়কর দপ্তরের নতুন ই-ফাইলিং পোর্টালে চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত প্রায় ৬ কোটি ১৭ লক্ষ আয়কর রিটার্ন (আইটিআর) এবং প্রায় ১৯ লক্ষ প্রধান ট্যাক্স অডিট রিপোর্ট (টিএআর) দাখিল করা হয়েছে। 
 
২০২১-২২ মূল্যায়ণ বর্ষে ৬ কোটি ১৭ লক্ষ আয়কর রিটার্ন দাখিলের মধ্যে ৪৮ শতাংশ আইটিআর-১ (২ কোটি ৯৭ লক্ষ), ৯ শতাংশ আইটিআর-২ (৫৬ লক্ষ), ১৩ শতাংশ আইটিআর-৩ (৮১ লক্ষ ৬০ হাজার), ২৭ শতাংশ আইটিআর-৪ (১ কোটি ৬৫ লক্ষ), আইটিআর-৫ (১০ লক্ষ ৯০ হাজার), আইটিআর-৬ (৪ লক্ষ ৮৪ হাজার) এবং আইটিআর-৭ (১ লক্ষ ৩২ হাজার) রয়েছে। 
 
একই ভাবে, ২০২১-২২ অর্থবর্ষে ১ লক্ষ ৭৩ হাজারের বেশি ৩সিএ-৩সিডি ফর্ম এবং ১৫ লক্ষ ৬২ হাজার ৩সিবি-৩সিডি দাখিল করা হয়েছে। অন্যদিকে, গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১ লক্ষ ৬১ হাজারের বেশি অন্যান্য ট্যাক্স অডিট রিপোর্ট (ফর্ম ১০বি, ২৯বি, ২৯সি, ৩সিইবি, ১০সিসিবি, ১০বিবি) দাখিল করা হয়েছে। 
 
আয়কর দপ্তর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আয়কর রিটার্ন বা ট্যাক্স অডিট রিপোর্ট দাখিল করার জন্য করদাতাদের ই-মেল, এসএমএস এবং ট্যুইটারের মাধ্যমে বার্তা দিয়ে আসছে। এছাড়াও ই-ফাইলিং সম্পর্কিত যে কোন অভিযোগের নিষ্পত্তির জন্য দাখিলকারীদের সাহায্য করতে দুটি নতুন ই-মেল আইডি (TAR.helpdesk@incometax.gov.in  এবং  ITR.helpdesk@incometax.gov.in) চালু করা হয়েছে। সমস্ত করদাতা /  কর পেশাদার যারা ২০২১-২২ মূল্যায়ণ বর্ষে এখনও নিজেদের ট্যাক্স অডিট রিপোর্ট বা আয়কর রিটার্ন দাখিল করেননি, তাদের শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে অবিলম্বে ট্যাক্স অডিট রিপোর্ট / রিটার্ন দাখিল করার অনুরোধ করা হচ্ছে। 
 
 
 CG/BD/AS/


(Release ID: 1796355) Visitor Counter : 126