বিদ্যুৎমন্ত্রক
বিদ্যুৎ বন্টন ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি চালু করার জন্য পাওয়ারথন-২০২২ –এর সূচনা করেছেন বিদ্যুৎ মন্ত্রী
Posted On:
07 FEB 2022 6:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্রীয় বিদ্যুৎ ও পুনর্নবীকরণ যোগ্য শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং আজ ভার্চুয়াল মাধ্যমে পাওয়ারথন-২০২২ –এর সূচনা করেছেন। বিদ্যুৎ বন্টন ব্যবস্থাপনায় জটিল সমস্যা সমাধান এবং গুণমান ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রযুক্তিচালিত সমাধানের পথ খুঁজে বের করার উদ্দেশ্যে এই হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী আর কে সিং জানান, এই কর্মসূচিটি বিদ্যুৎ ক্ষেত্রের জন্য খুবই প্রয়োজনীয়। এই প্রতিযোগিতায় স্থানীয় সংস্থা যুক্ত হতে পারবে। প্রযুক্তিবিদদের বিদ্যুৎ বন্টন ক্ষেত্রে বর্তমানে সমস্যা সমাধানের পাশাপাশি নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রকের সচিব শ্রী অলোক কুমার সহ বিদ্যুৎ মন্ত্রকের অন্য শীর্ষ আধিকারিক, বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির কার্যনির্বাহী অধিকর্তা ও প্রযুক্তিবিদরা অংশ নেন।
আইআইটি বোম্বে, এসআইএনই-এর সহযোগিতায় আরইসি লিমিটেড এই পাওয়ারথন-২০২২ –এর আয়োজন করেছে। এখানে প্রযুক্তি সলিউশন প্রোভাইডার, স্টার্ট আপ, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকার পরিচালিত বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে যুক্ত সংস্থাগুলি অংশ নিয়েছে। বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে জটিল সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তাভাবনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হ্যাকাথন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করা যাবে
https://sineiitb.org/mop/powerthon2022.html এই লিঙ্কের মাধ্যমে।
CG/SS/SKD/
(Release ID: 1796346)
Visitor Counter : 214