উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপরাষ্ট্রপতি কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন
Posted On:
06 FEB 2022 10:18AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২২
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নায়ডু কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন । ‘ভারতীয় চলচ্চিত্রের নাইটেঙ্গল’ এর প্রয়াণের শোকপ্রকাশ করে শ্রী নায়ডু বলেছেন “লতাজীর প্রয়াণে ভারত তার কণ্ঠস্বর হারিয়েছে” ।
এক শোকবার্তায় উপরাষ্ট্রপতি জানান, - “ভারতীয় চলচ্চিত্রের নাইটেঙ্গল এবং কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর জীর প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত । লতাজীর প্রয়াণে ভারত তাঁর কণ্ঠস্বর হারিয়েছে । তিনি কয়েক দশক ধরে তাঁর সুরেলা কন্ঠ দিয়ে ভারত এবং সারা বিশ্বের সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করে রেখেছিলেন ।
তিনি সত্যিই একজন সঙ্গীত রত্ন ছিলেন এবং কয়েক দশক ধরে হিন্দি চলচ্চিত্রকে রাণীর মতো শাসন করেছেন । তিনি সঙ্গীত সুরকারদের মধ্যে প্রিয় এবং সর্বাধিক চাহিদাসম্পন্ন মহিলা প্লেব্যাক সঙ্গীত শিল্পী ছিলেন ।
১৯৪০-এর দশকে প্লেব্যাক গানে তাঁর পথচলা শুরু । ১৯৪৯ সালে মহল চলচ্চিত্রে তিনি প্রথম বড় সাফল্য লাভ করেন । লতাজীর গাওয়া একটি গান – আয়েগা আনেওয়ালা রাতারাতি তাঁকে জনপ্রিয় করে তোলে এবং এরপরে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি ।
লতাজীকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল । এমনকী ভারত ও বিদেশ থেকে একাধিক প্রশংসা এবং পুরস্কার লাভ করেছিলেন তিনি ।
ভজন – রোমান্টিক থেকে শুরু করে দেশাত্মবোধক গান, হিন্দি ও অন্যান্য ভারতী এবং বিদেশী ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন তিনি ।
ভারাক্রান্ত হৃদয়ে আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং ভারত ও বিশ্বজুড়ে তার ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই ।”
CG/SS/RAB
(Release ID: 1795980)
Visitor Counter : 179