ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

কেভিআইসি-র 'চরখা ক্রান্তি' গান্ধীবাদী মূল্যবোধগুলিকে নিয়ে কৌতুলহল বাড়িয়েছে; রাষ্ট্রপতির ভাষণেও চরখা ক্রান্তির কথা উঠে এসেছে

Posted On: 03 FEB 2022 4:13PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৩ ফেব্রুয়ারি, ২০২২
 
বাজেট অধিবেশনের আগে সংসদের কেন্দ্রীয় কক্ষে যৌথ সভায় রাষ্ট্রপতি খাদি ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতির কথা উল্লেখ করেন। খাদি ও গ্রামোদ্যোগ কমিশন গত ৭ বছরে চরখা ক্রান্তি নামে যে উদ্যোগ গ্রহণ করেছে, তার পরিণতি স্বরূপ খাদি সামগ্রীর বিপননে এই অভূতপূর্ব অগ্রগতি। কমিশন গান্ধীবাদী চিন্তাধারার প্রচারে এবং দেশ-বিদেশে চরখা প্রতীকের প্রসারে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে, খাদি সামগ্রীর জনপ্রিয়তা আরও বেড়েছে। পক্ষান্তরে বিপননে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত ৩১ জানুয়ারি সংসদের কেন্দ্রীয় কক্ষে যৌথ সভায় ভাষণে রাষ্ট্রপতি খাদির সাফল্যের কথা বিশেষ ভাবে উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ গত ৩০ জানুয়ারি ৭৪তম শহীদ দিবস উপলক্ষে আমেদাবাদে সবরমতি নদী চত্ত্বরে ১০০ বর্গমিটার দীর্ঘ মহাত্মা গান্ধীর একটি দেওয়াল চিত্রের আবরণ উন্মোচন করেন। 
 
খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের প্রতিষ্ঠা হয় ১৯৫৬-তে। কিন্তু ২০১৪ পর্যন্ত বিগত ৫৮ বছরে খাদি, চরখা এবং মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত অন্যান্য প্রতীকগুলিকে জনপ্রিয় করে তুলতে কোন প্রয়াস গ্রহণ করা হয়নি। দুর্ভাগ্যজনক ভাবে খাদি ও গান্ধীজীকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য কাজে লাগানো হয়েছে। কিন্তু ২০১৪-র পর নরেন্দ্র মোদী সরকার খাদিকে জনপ্রিয় করে তুলতে এবং মহাত্মা গান্ধীর চিন্তা ধারার প্রসারে দেশ-বিদেশে একাধিক প্রয়াস গ্রহণ করে। এই প্রেক্ষিতে কমিশন গান্ধীবাদী চিন্তাধারাগুলির প্রচার ও প্রসারে একাধিক অভিনব কর্মসূচি গ্রহণ করে। 
 
কমিশন গত ৭ বছর একাধিক কৃতিত্ব অর্জন করেছে। এরমধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম কাঠ ও ইস্পাত নির্মিত চরখা, হাতের ঘড়িতে বিশ্বের ক্ষুদ্রতম চরখা, কাদামাটি দিয়ে গান্ধীজীর দেওয়াল চিত্র, খাদি সামগ্রী দিয়ে নির্মিত বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা, ঐতিহ্যবাহী চরখা সংগ্রহালয় প্রভৃতি। উল্লেখ করা যেতে পারে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে গান্ধীজী চরখাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। খাদি ও চরখাকে দেশে-বিদেশে জনপ্রিয় করে তুলতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তরিক ভাবে প্রয়াস গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর এই প্রয়াসের ফলে খাদি সামগ্রীর উৎপাদন ও বিক্রি লক্ষ্যণীয় হারে বেড়েছে। কমিশন চরখা ক্রান্তি নামে যে উদ্যোগ গ্রহণ করেছে, তার ফলে খাদি শিল্পীদের নির্মিত ৫৫ হাজার চরখা দেশে বিতরণ করা হয়েছে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1795232) Visitor Counter : 138