নারীওশিশুবিকাশমন্ত্রক
সংশোধিত পিএমএমভিওয়াই –এর জন্য স্বামীর আধার বাধ্যতামূলক নয়
Posted On:
02 FEB 2022 5:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২রা ফেব্রুয়ারী , ২০২২
নারী ও শিশু কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনাটি (পিএমএমভিওয়াই) বাস্তবায়ন করছে। এই প্রকল্পে মাধ্যমে গর্ভধারণের পর গর্ভবতী মহিলাদের এবং যাঁরা তাদের সন্তানদের বুকের দুধ খাওয়ান সেই সব মহিলাদের ৫০০০ টাকা দেওয়া হয়। তিন কিস্তিতে এই টাকাটি সুবিধাভোগীদের দেওয়া হয়। প্রথম সন্তানের জন্য এক্ষেত্রে কিছু নিয়মাবলী মেনে চলতে হয়। সুবিধাভোগীকে তার নিজের এবং স্বামীর আধার সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা এতদিন আবশ্যিক ছিল। কিন্তু এখন থেকে স্বামীর আধারের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক নয়। মা এবং গর্ভবতী মহিলাদের জন্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অন্য কোনো প্রকল্পে এটি প্রযোজ্য নয়। পরিযায়ী শ্রমিকরা যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তবে, ওডিশা ও তেলেঙ্গানায় পিএমএমভিওয়াই প্রকল্প চালু হয়নি।
নীতি আয়োগ এই নিয়মটির পরিবর্তনের সুপারিশ করে। এরপরই পিএমএমভিওয়াই প্রকল্পে নাম নথিভুক্ত করার সময় মহিলা সুবিধাভোগীদের স্বামীর আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। এর আগে স্বামীর আধার নম্বর দেওয়ার পাশাপাশি এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য স্বামীর লিখিত অনুমতিপত্রও জমা দিতে হত। কিন্তু এখন থেকে মিশন শক্তির অধীনে থাকা পিএমএমভিওয়াই প্রকল্পের সুবিধাভোগীদের আর তা করার প্রয়োজন নেই। এর ফলে যে সব সিঙ্গেল মাদার অথবা স্বামী পরিত্যাক্ত মহিলারা এই প্রকল্পে যুক্ত হতে চান, তাঁরা সহজেই যুক্ত হতে পারবেন।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানী।
CG/CB/SFS
(Release ID: 1795204)
Visitor Counter : 144