মানবসম্পদবিকাশমন্ত্রক

ডিজাইন উদ্ভাবনের জন্য জাতীয় উদ্যোগের অবস্থা

Posted On: 02 FEB 2022 5:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ ফেব্রুয়ারি, ২০২২
 
সরকার ২০১৪ সালের মার্চ মাসে "ডিজাইন উদ্ভাবনের জন্য জাতীয় উদ্যোগ (এনআইডিআই)" প্রকল্প চালু করেছে।দেশে উদ্ভাবন, নকশা এবং সৃজনশীল সমস্যা সমাধানের সংস্কৃতি বিষয়ে প্রচারের জন্য এই প্রকল্পের মাধ্যমে ২০টি ডিজাইন ইনোভেশন সেন্টার (ডিআইসি), একটি ওপেন ডিজাইন স্কুল (ওডিএস) এবং একটি ন্যাশনাল ডিজাইন ইনোভেশন নেটওয়ার্ক (এনডিআইএন) প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে,৬৪টি স্পোক সহ হাব-স্পোক মডেলের ওপর  ২০টি ডিআইসি প্রতিষ্ঠিত হয়েছে।  ডিআইসি হাবগুলির মধ্যে রয়েছে ১০টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি),৯টি কেন্দ্রীয়/রাজ্য সরকারী বিশ্ববিদ্যালয় এবং একটি স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার৷বোম্বে আইআইটি'তে ওডিএস এবং   ব্যাঙ্গালোরে'র  ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে এনডিআইএন প্রতিষ্ঠিত হয়েছে।
 
এনআইডিআই প্রকল্পের মাধ্যমে কোনো নির্দিষ্ট জেলায় তহবিল বরাদ্দ প্রদান করা হয় না। এই প্রকল্পের উদ্দেশ্য হল উদ্ভাবন এবং সৃজনশীল সমস্যা সমাধানের সংস্কৃতি বিষয়ে প্রচার করা। এই ডিআইসিগুলি কেবলমাত্র নকশা শিক্ষার প্রসারের উপরে নজর দেয় নি, বরং নকশা ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমগুলিকেও পরিচালিত করছে, যা ভারতীয় অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামাজিক সমস্যায় উদ্ভাবনী সমাধানগুলি তৈরি করার জন্য অনুঘটক হয়ে ওঠেছে।  ডিআইসিগুলি দেশে নকশা উদ্ভাবনে সংস্কৃতির বিকাশসাধন করছে এবং এমন একটি পরিবেশ তৈরি করছে, যেখানে শিক্ষার্থী ও মানব জীবনে পরিবর্তন আনতে সহায়ক হয়েছে।  এই প্রকল্পের অধীনে, ৫০টিরও বেশি স্টার্ট-আপ চালু/সাহায্য করা হয়েছে।প্রায় ২০০০টি উদ্ভাবনী পণ্য উৎপাদন শুরু /সরবরাহ এবং প্রায় ২৫০টি পেটেন্ট দাখিল করা হয়েছে।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সুভাষ সরকার। 
 
CG/SS


(Release ID: 1795195) Visitor Counter : 120


Read this release in: English , Urdu , Punjabi