ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
২০২১-২২ এ গম ও ধান সংগ্রহের জন্য ১৬৩ লক্ষ কৃষককে ন্যূনতম সহায়ক মূল্য হিসাবে ২ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা মেটানো হয়েছে
Posted On:
01 FEB 2022 2:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২২
সংসদে আজ ২০২২-২৩ এ কেন্দ্রীয় বাজেট পেশ করে অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেছেন, ২০২১-২২ এর রবি মরশুমে গম সংগ্রহ এবং খরিফ মরশুমে ধান সংগ্রহের পরিমাণ ১ হাজার ২০৮ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। এর ফলে, ১৬৩ লক্ষ কৃষক লাভবান হবেন। এমনকি, ন্যূনতম সহায়ক মূল্য হিসাবে কৃষকদের অ্যাকাউন্টে ২ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা সরাসরি জমা করা হয়েছে।
CG/BD/SB
(Release ID: 1794545)
Visitor Counter : 148