প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে সেনাবাহিনীর উপ প্রধান হিসেবে কার্যভার গ্রহণ করেছেন

Posted On: 01 FEB 2022 12:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২২
 
লেফট এন্ড জেনারেল মনোজ পান্ডে, পিভিএসএম, এভিএসএম, ভিএসএম ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে আজ কার্যভার গ্রহণ করেছেন।
 
ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তনী লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে মুম্বাইতে করপ্স ইঞ্জিনিয়ারিং-এ প্রথম যোগদান করেন। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনাবাহিনীর একাধিক পদের তিনি দায়িত্ব  সামলান। অপারেশন পরাক্রম অভিযানে তিনি সামিল হয়েছিলেন।
 
লেফটেন্যান্ট জেনারেল পান্ডে বৃটেনের স্টাফ কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন এরপর তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে ভর্তি হন।
 
লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে আজ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তির কাছ থেকে তাঁর কার্যভার গ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল মহান্তি ৩১ জানুয়ারি ২০২২-এ অবসর নিয়েছেন।
 
 
CG/ SB

(Release ID: 1794336) Visitor Counter : 155