স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৬৫ কোটি ৭ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ৬২ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৪.২১ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ২৮১
দেশে করোনায় বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১৬.৪ শতাংশ
Posted On:
30 JAN 2022 9:26AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জানুয়ারি, ২০২২
ভারতে এ পর্যন্ত ১,৬৫,৭০,৬০,৬৯২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৬২,২২,৬৮২ জনকে।
স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৩,৯৫,০৬৯ জন টিকার প্রথম ডোজ, ৯৮,৫৯,৯৫৯ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৩২,৮১,৮১৫ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৯৫,৩৯২ জন প্রথম ডোজ, ১,৭২,১৮,১১১ জন দ্বিতীয় ডোজ এবং ৩৭,১৪,২১৩ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৪,৫৬,৪৮,৯৪৯ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৩,৯৭,৯৯,৬০৩ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪০,২৩,৫৮,৬৩৭ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,০০,৬২,৬৯৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৭,০৫,৮৪,৭৭৪ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৪৭,১৭,৪৫০ জন প্রথম ডোজ, ১০,৬৩,২৬,৮৮৭ জন দ্বিতীয় ডোজ এবং ৪৬,৯৭,১৩৪ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ১,১৬,৯৩,১৬২টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৮৭ লক্ষ ১৩ হাজার ৪৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৪.২১ শতাংশ।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন। বর্তমানে ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ৪.৫৯ শতাংশ চিকিৎসাধীন।
দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৬ লক্ষ ১৫ হাজার ৯৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৭২ কোটি ৭৩ লক্ষ ৯০ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ১৬.৪ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ১৪.৫ শতাংশ।
CG/CB/SB
(Release ID: 1793701)
Visitor Counter : 195