শিল্পওবাণিজ্যমন্ত্রক
কেন্দ্রের ‘এক জেলা এক পণ্য (ওডিওপি)’ কর্মসূচি জম্মু-কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও উত্তরপ্রদেশে বিপুল সাফল্যের মুখ দেখেছে
Posted On:
24 JAN 2022 7:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ই জানুয়ারী, ২০২২
এক জেলা এক পণ্য উদ্যোগের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি বিভিন্ন সামগ্রী উৎপাদনে উৎসাহ দিচ্ছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের উদ্যোগে এ বিষয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রতিটি রাজ্যের শিল্প দপ্তরের প্রধান সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব শ্রীমতী সুমিতা দেওরা জানান, এক জেলা এক পণ্য ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন রাজ্যে বেশ সাফল্য পাওয়া গেছে। জম্মু-কাশ্মীরে এই প্রকল্পে ওয়ালনাট ও আপেল ব্যবসায় সাফল্য এসেছে। এই উদ্যোগের আরেকটি সফল রাজ্য উত্তরপ্রদেশ। সে রাজ্য়ের হস্তশিল্পী ও বিভিন্ন পণ্য সামগ্রীর উৎপাদকরা এক জেলা এক পণ্য ব্যবস্থাপনাকে কাজে লাগিয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় কোনো একটি সামগ্রীকে নিয়ে আর্থিক উন্নয়নের জন্য হাব গড়ে তোলা হয়েছে। ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব শ্রীমতী স্বপ্না দেবনাথ সে রাজ্যে স্থানীয় অর্থনীতির উন্নতির জন্য প্রত্যন্ত জেলাগুলিতে কি কি পরিকল্পনা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এক জেলা এক পণ্য উদ্যোগের বিষয়ে ‘ইনভেস্ট ইন্ডিয়া’ একটি পরিবেশনা উপস্থাপিত করে। এই পরিবেশনায় ব্যবসা বাণিজ্যের সাহায্যে আর্থিক ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে যে সাফল্য এসেছে, তা তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল : রাজস্থানের রাজসমুন্দ জেলায় মোলেয়া হস্তশিল্পীদের প্রশিক্ষণ, আসামের কামরূপ জেলার মোগাসিল্কের তন্তুবায়দের দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ এবং মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের লাকাদং হলুদের চাষের মধ্য দিয়ে ঐ জেলার উৎপাদিত পণ্যের বিষয়ে বাজার গড়ে তোলার উদ্যোগ।
এই উদ্যোগে গ্রামীণ হস্তশিল্পীদের সাহায্যের জন্য ইন্টারনেট ভিত্তিক কেনা বেচায় উৎসাহ দেওয়া হচ্ছে। একাজে ই-কমার্স প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করা হচ্ছে। প্রতিটি জেলায় এই উদ্যোগের জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর আন্তর্জাতিক বাণিজ্য এক্সপোগুলিতে সব রাজ্যের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
CG/CB/SFS
(Release ID: 1792481)
Visitor Counter : 204