ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

২০২১-২২-এর খরিফ বিপনন মরশুমে (২০২২-এর ২৩ জানুয়ারি পর্যন্ত) ৬০৬.১৯ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে

Posted On: 24 JAN 2022 5:12PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৪ জানুয়ারি, ২০২২
 
২০২১-২২-এর খরিফ বিপনন মরশুমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে মসৃণ ভাবে ধান সংগ্রহ অব্যাহত রয়েছে। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২০২১-২২ খরিফ বিপনন মরশুমে ২৩ জানুয়ারি পর্যন্ত ৬০৬.১৯ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ গুজরাট, আসাম, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড, পাঞ্জাব, তেলেঙ্গানা, রাজস্থান, কেরালা, তামিলনাড়ু প্রভৃতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই ধান সংগৃহীত হয়েছে। 
 
চলতি খরিফ বিপনন মরশুমে প্রায় ৭৭ লক্ষ কৃষক এই ধান সংগ্রহ থেকে লাভবান হয়েছেন। এমনকি, ১ লক্ষ ১৮ হাজার ৮১২ কোটি টাকার বেশি ন্যূনতম সহায়ক মূল্যে এই ধান সংগৃহীত হয়েছে। 
 
মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২০২১-২২ খরিফ বিপনন মরশুমে ২৩ জানুয়ারী পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে ৫ লক্ষ ৪৭ হাজার ৪৩৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এর ফলে ২ লক্ষ ২৮ হাজারের বেশি কৃষক লাভবান হয়েছেন এবং ন্যূনতম সহায়ক মূল্যে ১ হাজার ৭২ কোটি টাকার বেশি ধান সংগ্রহ করা হয়েছে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1792319) Visitor Counter : 118