ভারতের প্রতিযোগিতা কমিশন
জেনারেলি পার্টিসিপেশন্স নেদারল্যান্ডস এন.ভি কর্তৃক ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার অধিগ্রহণে সিসিআই-এর অনুমোদন
Posted On:
24 JAN 2022 10:50AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ জানুয়ারি, ২০২২
ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) জেনারেলি পার্টিসিপেশন্স নেদারল্যান্ডস এন.ভি কর্তৃক ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে, জেনারেলি পার্টিসিপেশন্স নেদারল্যান্ডস এন.ভি সংস্থার এই অধিগ্রহণের ফলে ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে শেয়ারের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বেড়ে প্রায় ৭১ শতাংশ হবে।
ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার জেনারেলি পার্টিসিপেশন্স নেদারল্যান্ডস এন.ভি সংস্থা কর্তৃক অধিগ্রহণের ফলে বর্তমান শেয়ার হোল্ডারদের শেয়ারের পরিমাণ বাড়বে। জেনারেলি পার্টিসিপেশন্স নেদারল্যান্ডস এন.ভি সংস্থাটি ধাপে ধাপে ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে। এর ফলে ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে অধিগ্রহণকারী জেনারেলি পার্টিসিপেশন্স নেদারল্যান্ডস এন.ভি সংস্থার শেয়ারের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বেড়ে প্রায় ৭১ শতাংশ হবে।
জেনারেলি পার্টিসিপেশন্স নেদারল্যান্ডস এন.ভি সংস্থার পক্ষ থেকে পর্যায়ক্রমে শেয়ার অধিগ্রহণ করা হবে। সেই সঙ্গে ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ট্রাস্ট লিমিটেডের শেয়ারও হস্তান্তরিত করা হবে। এর ফলে, ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ট্রাস্ট লিমিটেডের সমস্ত শেয়ার অধিগৃহীত সংস্থার মালিকানাধীনে আসবে।
উল্লেখ করা যেতে পারে, জেনারেলি পার্টিসিপেশন্স নেদারল্যান্ডস এন.ভি অ্যাসিকিউরাজোনাই জেনারেলি এস.পি.এ গ্রুপের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী একটি সংস্থা। জেনারেলি গ্রুপ অফ কোম্পানীর বিভিন্ন সংস্থার প্রকৃত মালিকানা অ্যাসিকিউরাজোনাই জেনারেলি এস.পি.এ সংস্থার হাতে রয়েছে। জেনারেলি গ্রুপ সারা বিশ্বে বিমা পরিষেবা দিয়ে থাকে। ভারতে জীবনবিমা ক্ষেত্রেও এই গ্রুপের অংশীদারিত্ব রয়েছে। ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে ভারতে এই গ্রুপ বিমা পরিষেবা দিয়ে থাকে। অন্যদিকে, ফিউচার জেনারেলি ইন্ডিয়া লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ভারতে জীবনবিমা পরিষেবা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রেও সমাধানসূত্র দিয়ে থাকে। অধিগ্রহণ সংক্রান্ত প্রতিযোগিতা কমিশনের বিস্তারিত নির্দেশাবলী শীঘ্রই জারি করা হবে।
CG/BD/AS/
(Release ID: 1792171)