জলশক্তি মন্ত্রক
জাতীয় জল উন্নয়ন সংস্থার পরিচালন সমিতির বৈঠক
Posted On:
19 JAN 2022 3:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ জানুয়ারি, ২০২২
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় জল উন্নয়ন সংস্থার ৬৯-তম পরিচালন সমিতির বৈঠক আজ অনুষ্ঠিত হয়। আজকের এই বৈঠকে জল শক্তি মন্ত্রকের অধীন জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের সচিব পৌরোহিত্য করেন। পরিচালন সমিতির বৈঠকে জাতীয় জল উন্নয়ন সংস্থা, ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি-র ২০২০-২১-এর বার্ষিক রিপোর্ট এবং আর্থিক হিসেব অনুমোদন করা হয়। এর পাশাপাশি, ২০২১-২২ আর্থিক বছরের এই সংস্থার কাজের অগ্রগতি ও বিভিন্ন নদী প্রকল্পে আন্তঃসংযোগের কাজ ও গবেষণা বিষয়ে পর্যালোচনা করা হয়।
এছাড়াও আজকের বৈঠকে ন্যাশনাল ইন্টারলিংকিং অফ রিভার্স অথরিটি, সপ্তম ভারত জল সপ্তাহ , ব্রিকস ওয়াটার ফোরাম, এবং প্রথম ব্রিকস মিনিস্টার মিট প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
এই বৈঠকে বিভিন্ন রাজ্যের প্রধান সচিব, মুখ্য বাস্তুকার থেকে শুরু করে নীতি আয়োগ-এর প্রতিনিধি, জল শক্তি মন্ত্রকের প্রতিনিধিরা ছাড়াও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
CG/ SB
(Release ID: 1791002)
Visitor Counter : 172