বিদ্যুৎমন্ত্রক
দেশে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বায়োমাসের ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেছেন বিদ্যুৎ সচিব
Posted On:
19 JAN 2022 9:33AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি, ২০২২
কেন্দ্রীয় বিদ্যুৎ সচিব ন্যাশনাল মিশন সাসটেনেবল অ্যাগ্রেরিয়ান মিশন অন ইয়ুজ অফ অ্যাগ্রো রেসিডিউ ইন থার্মাল পাওয়ার প্ল্যান্টস্ বা সামর্থ প্রকল্পের স্টিয়ারিং কমিটির বৈঠকে পৌরোহিত্য করেছেন। ১৪ তারিখ অনুষ্ঠিত বৈঠকে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বায়োমাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত উদ্যোগের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। এর মূল উদ্দেশ্য তাপবিদ্যুৎ কেন্দ্রে কার্বন নিঃসরণ কমানো। একই সঙ্গে, কৃষকদের আয় এর মাধ্যমে বৃদ্ধি পায়। কৃষক তাঁর ফসলের নাড়া বিক্রি করেন, যেগুলিকে বায়োমাস হিসাবে ব্যবহার করা হয়। বিদ্যুৎ মন্ত্রক দেশের সব তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫-১০ শতাংশ বায়োমাস ব্যবহার করতে নির্দেশ দিয়েছে। বৈঠকে এই প্রকল্পের প্রস্তাবিত ওয়েবসাইটের পর্যালোচনা করা হয়েছে, যার সূচনা খুব শীঘ্রই করা হবে। সামর্থ প্রকল্পের নতুন লোগোও প্রকাশ করা হবে।
CG/CB/SB
(Release ID: 1790993)
Visitor Counter : 213