রেলমন্ত্রক
রেল কর্তৃপক্ষ এনটিপিসি সিবিটি-১ এর ফলাফল নিয়ে প্রার্থীদের উদ্বেগ দূর করার উদ্যোগ নিয়েছে
प्रविष्टि तिथि:
18 JAN 2022 1:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২২
স্নাতক ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের জন্য নন-টেকনিকাল পপুলার ক্যাটাগরিজ (এনটিপিসি) পদে নিয়োগের জন্য রেল রিক্রুটমেন্ট বোর্ডস্ (আরআরবি) কেন্দ্রীয়ভাবে কর্মসংস্থানের বিজ্ঞপ্তি জারি করেছিল ২০১৯ সালে। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে চলতি বছরের ১৪ই জানুয়ারি। পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশের পর কিছু প্রার্থী পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকার প্রক্রিয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রেল মন্ত্রক এই উদ্বেগ দূর করার উদ্যোগ নিয়েছে।
অনেক প্রার্থীই পদ ও সমকক্ষ বিভাগ অনুসারে এই ফলাফল প্রকাশ হয়েছে কিনা, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এক্ষেত্রে রেল মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে, কম্প্যুটার-ভিত্তিক দ্বিতীয় স্তরের পরীক্ষার জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার প্রক্রিয়ার বিষয়ে ২০১৯ সালের ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির ১৩ নম্বর প্যারায় বিস্তারিতভাবে জানানো হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কম্প্যুটার-ভিত্তিক প্রথম পর্যায়ের পরীক্ষায় ৫টি ভিন্ন বিভাগে প্রার্থীদের নাম পৃথক-পৃথকভাবে চূড়ান্ত করা হয়েছে। এমনকি, এই পরীক্ষায় শূন্যপদ ও উত্তীর্ণ প্রার্থীর সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে কাট অফ মার্কস স্থির করা হয়েছে।
CG/SS/SB
(रिलीज़ आईडी: 1790752)
आगंतुक पटल : 335