নির্বাচনকমিশন

গোয়া, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, ২০২২ – ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ নং ধারায় উল্লেখিত বিধানসভা নির্বাচনের সময় মিডিয়া কভারেজ সম্পর্কে

Posted On: 14 JAN 2022 7:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২২
 
গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ বিধানসভার আসন্ন নির্বাচনে যে সমস্ত পর্যবেক্ষক নিয়োগ করা হবে সে সম্পর্কে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয়। উল্লেখ করা যেতে পারে, নির্বাচন কমিশন গত ৮ জানুয়ারি এই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। সেই অনুযায়ী পাঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ডে আগামি ১৪ ফেব্রুয়ারি এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। মণিপুরে আগামী ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দুই দফায় ভোট নেওয়া হবে। অন্যদিকে, উত্তরপ্রদেশে সাত দফায় ভোট গ্রহণ করা হবে। এই রাজ্যটিতে প্রথম দফার ভোট গ্রহণ আগামী ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফার ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফার ভোট গ্রহণ ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফার ভোট গ্রহণ ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফার ভোট গ্রহণ ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফার ভোট গ্রহণ ৩ মার্চ এবং শেষ তথা সপ্তম দফার ভোট নেওয়া হবে ৭ মার্চ।
 
এই পাঁচটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কমিশন ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ নং ধারার আওতায় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। এই প্রেক্ষিতে কমিশনের তরফে বলা হয়েছে, ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগে এবং সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সম্পর্কিত কোনরকম প্রচার বা অনুষ্ঠান টেলিভিশন বা অন্যান্য গণমাধ্যমে সম্প্রচার বা প্রকাশ করা যাবে না। একইভাবে, ভোটারদের প্রভাবিত করতে পারে, নির্বাচন সম্পর্কিত এমন কোনও অনুষ্ঠান সম্প্রচার বা কর্মসূচির আয়োজন থেকে সংশ্লিষ্ট সব পক্ষকেই বিরত থাকতে হবে। 
 
নির্বাচনের সময় টিভি চ্যানেলগুলি বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা বা বিতর্কমূলক অনুষ্ঠান অথবা কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠান সম্প্রচার করে ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ নং ধারা লঙ্ঘন করে বলে প্রায়শই অভিযোগ ওঠে। এই প্রেক্ষিতে কমিশন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগে থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান বা কর্মসূচি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। কমিশনের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, আইনের ১২৬ নং ধারা লঙ্ঘিত হলে দু’বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা বা উভয়েই হতে পারে।
 
আইন অনুযায়ী কমিশন আরও একবার সমস্ত টেলিভিশন ও রেডিও চ্যানেল, কেবল নেটওয়ার্ক, ইন্টারনেট ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এ ধরনের অনুষ্ঠান সম্প্রচার বা প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেছে। ভোটদাতাদের প্রভাবিত করতে পারে এমন সমস্ত কিছু প্রয়াস থেকে বিরত থাকার কথা কমিশনের তরফে আরও একবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কমিশন ইতিমধ্যেই জাতীয় ও রাজ্যস্তরে স্বীকৃত প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য দূরদর্শন ও আকাশবাণীতে নির্বাচনী প্রচার সম্প্রচারের সময়সীমা স্থির করে দিয়েছে। সেই অনুযায়ী, রাজনৈতিক দলগুলি দূরদর্শন ও আকাশবাণীতে নির্বাচনী প্রচারমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। 
 
 
CG/BD/DM/


(Release ID: 1790164) Visitor Counter : 434