বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ব্যাঙ্গালোরের স্বর্ণজয়ন্তী ফেলোশিপ উচ্চ তাপমাত্রায় সুপার কন্ডাক্টর সম্পর্কিত ধাতব পদার্থের তত্ত্বগত বিষয়ের উপর কাজ করেছেন

Posted On: 11 JAN 2022 2:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২২
 
কোয়ান্টাম পদার্থবিদদের মত অনুসারে ধাতব পদার্থের মাধ্যে অদ্ভূত ধরনের চরিত্র বিরাজমান। এই পদার্থগুলি উচ্চ তাপমাত্রার সুপার কন্ডাক্টারের সঙ্গে সম্পর্কিত এবং ব্ল্যাক হোলের বৈশিষ্ট্যগুলির সঙ্গে এর আশ্চর্যজনক যোগ রয়েছে। ব্যাঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিকাল সায়েন্সের সহযোগী অধ্যাপক তথা ২০২০-২১ এ স্বর্ণজয়ন্তী ফেলোশিপ শুভ্র ভট্টাচার্য কোয়ান্টাম উপাদানের এই নতুন ও অনাবিস্কৃত বিষয় অন্বেষণে কাজ করছেন। তিনি পদার্থের মধ্যে  ইলেক্ট্রনিক পর্যায়ে উপাদানগুলির ভিতরে বিক্রিয়াকারী ইলেক্ট্রনে সম্মিলিত আচরণগত বৈশিষ্ট্যগুলির আধিক্য বোঝার জন্য গবেষণার কাজ করেছেন। কোয়ান্টাম মেকানিকস্‌-এর সূক্ষ্ম ইন্টারপ্লে এবং এই উপাদানের অভ্যন্তরে ইলেক্ট্রনগুলির মধ্যে বিক্রিয়ার কারণে চুম্বক, সেমি কন্ডাক্টর এবং সুপার কন্ডাক্টরের জন্ম নেয়। এই পর্যায়গুলি সম্পর্কে খুব কম জানা যায়। অধ্যাপক ভট্টাচার্যের গবেষণা কোয়ান্টাম ব্যবস্থাপনায় অভিনব বৈদ্যুতিন বৈশিষ্ট্যের আধিক্য বোঝার জন্য এক দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। ফিজিকাল রিভিউ-তে প্রকাশিত তাঁর গবেষণায় কোয়ান্টাম পদার্থের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের স্বর্ণজয়ন্তী ফেলোশিপের সহায়তায় তিনি এই গবেষণার কাজ চালিয়েছেন। অধ্যাপক ভট্টাচার্যের মতে, এই গবেষণা কোয়ান্টাম মেকানিকস্ – এর ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। 
 
CG/SS/SB


(Release ID: 1789217) Visitor Counter : 134


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu