সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুখতার আব্বাস নাকভি মুম্বাইয়ের হজ হাউজে ২০২২ সালের হজ যাত্রায় প্রশিক্ষকদের জন্য দু দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেছেন

Posted On: 08 JAN 2022 2:38PM by PIB Kolkata
মুম্বাই,  ০৮ জানুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুখতার আব্বাস নাকভি আজ মুম্বাইয়ের হজ হাউজে ২০২২ সালের হজ যাত্রায় প্রশিক্ষকদের জন্য দুদিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৫৫০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেছেন। কোভিড-১৯ মহামারী সঙ্কটজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণ কর্মসূচিতে সুস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হয়। দেশের হজ কমিটির আধিকারিক, সৌদি আরবের ব়্যকয়াল কনস্যুলেট অফ কিংডম, মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন, শুল্ক বিভাগ, বিমান সংস্থা এবং চিকিৎসকেরা এদিনের প্রশিক্ষণ শিবিরে হজ যাত্রার সময় কী করণীয় এবং কী করা যাবে না, সে বিষয়ে প্রশিক্ষণ দেন। পাশাপাশি সৌদি আরবের পরিবহণ ব্যবস্থাপনা, থাকার জায়গা এবং সৌদি আরবের আইন সম্পর্কেও তথ্য তুলে ধরেন। প্রশিক্ষকরা পর্যায়ক্রমে সারা দেশে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে হজ যাত্রীদের প্রশিক্ষণ দেবেন।
 
মুম্বাইয়ে এদিনের এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এবারের তীর্থযাত্রীদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কোভিড-১৯ মহামারী পরিপ্রেক্ষিতে এবার হজ যাত্রার আবেদন ডিজিটাল মাধ্যমে করতে হবে। এতে প্রক্রিয়াটি অনেক বেশি সহজ, স্বচ্ছ এবং সুবিধাজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।
 
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, হজ তীর্থযাত্রীদের ক্ষেত্রে টিকার দুটি ডোজ সম্পূর্ণ হওয়া বাধ্যতামূলক। ২০২২-এ এপর্যন্ত ৫১ হাজারেরও বেশি তীর্থযাত্রী হজ যাত্রার জন্য আবেদন করেছেন। শ্রী নাকভি জানিয়েছেন, অনলাইনে এবং ‘হজ মোবাইল অ্যাপ’ এর মাধ্যমে সহজেই আবেদন করা যেতে পারে। এই অ্যাপে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত এবারের হজ যাত্রার জন্য অবেদন করা যাবে বলেও তিনি উল্লেখ করেন। 
 
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এবার দেশে ২১টির পরিবর্তে মাত্র ১০টি জায়গা থেকে হজ যাত্রা করা যাবে। এগুলি হলো – আহমেদাবাদ, বেঙ্গালুরু, কোচিন, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বাই এবং শ্রীনগর। হজ যাত্রার কেন্দ্র কলকাতা থেকে পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং বিহারের তীর্থযাত্রীরা যাত্রা করতে পারবেন। শ্রী নাকভি জানিয়েছেন, এবার সমস্ত হজ যাত্রীদের ডিজিটাল স্বাস্থ্য কার্ড, ‘ই-মাসিহা’ স্বাস্থ্য সুবিধা এবং মক্কা-মদিনায় আবাসন/ পরিবহণ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে। কোভিড-১৯ নিয়ম-বিধি সংক্রান্ত বিষয়ের ওপর তীর্থযাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব, হজ কমিটির সিইও সহ বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। 
 
CG/SS/SKD/

(Release ID: 1788622) Visitor Counter : 191