নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

মনিপুরে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভারতের নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠক

ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে মনিপুরের বিভিন্ন রাজনৈতিক দল, মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং মনিপুরের মুখ্য নির্বাচন আধিকারিকের ভার্চুয়াল বৈঠক

Posted On: 05 JAN 2022 9:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ জানুয়ারি, ২০২২
 
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র এবং দুই নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার ও শ্রী অনুপ চন্দ্র পান্ডে মনিপুরের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল মাধ্যমে আজ এক পর্যালোচনা বৈঠক করেছেন। মনিপুর বিধানসভার মেয়াদ চলতি বছরের ১৯ মার্চ শেষ হচ্ছে। এই বিধানসভার ৬০টি আসনে নির্বাচন হবে। এরমধ্যে ৪০ টি আসন সাধারণ, ১ টি তপশিলি জাতি এবং ১৯ টি আদিবাসী সম্প্রদায়ভুক্তদের জন্য সংরক্ষিত রয়েছে।
এই পর্যালোচনা বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছে সারা ভারত তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ( মার্কসবাদী ), ভারতের জাতীয় কংগ্রেস, ন্যাশনালাইজড কংগ্রেস পার্টি, নাগা পিপলস ফ্রন্ট, ন্যাশনাল পিপলস্ পার্টি ও পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্স'। রাজনৈতিক দলের প্রতিনিধিরা মূলত অভিযোগ করেন যে অর্থের ব্যবহার সহ বেআইনি মদ, মাদকদ্রব্য প্রভৃতির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে তাঁরা কড়া নিরাপত্তার দাবি করেন এবং নিয়মিত ভাবে নজরদারি চালানোর বিষয়ে গুরুত্ব দেন। বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ রাখতে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে কমিশনের কাছে আবেদন জানান। এর পাশাপাশি, কোভিড বিধি সম্পূর্ণরূপে মেনে চলার কথা বলেন।
আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অবাধ ও শান্তিপূর্ণ রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আশ্বস্ত করা হয়।
নির্বাচনে  অবৈধভাবে অর্থের ব্যবহার এবং অন্যান্য প্রলোভন মূলক কাজকর্ম বন্ধ করতে কমিশন তৎপর রয়েছে বলে জানানো হয়। এ বিষয়ে কোন রকম অনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়।
মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র পরিষ্কার জানিয়ে দেন যে, যেসব আধিকারিক এইসব বরদাস্ত করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন যে, মনিপুরের প্রলোভন মুক্ত নির্বাচন নিশ্চিত করতে কঠোর নজরদারির জন্য ব্যয় পর্যবেক্ষকদের মোতায়েন করা হবে। তিনি এদিন অভিযোগ নথিভুক্ত করার ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের অ্যাপ ব্যবহার পদ্ধতির বিশদ বিবরণ দেন। তাৎক্ষণিক প্রতিকারের জন্য টোল ফ্রি নম্বর ১৯৫০-তে ডায়াল করার কথা বলেন।
কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আশ্বস্ত করা হয়েছে যে, কমিশন ওয়েব কাস্টিং, ভিডিওগ্রাফির পাশাপাশি সিএপিএফ কর্মী মোতায়েন ও মাইক্রো পর্যবেক্ষকদের মতো ব্যবস্থা রাখবে। উত্তেজনা প্রবণ এলাকাগুলিতেও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা হবে।
কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে যে, রাজ্যে প্রথম বারের মত অনুপোস্থিত ভোটারদের জন্য নির্বাচনের সময় পোস্টাল ব্যালটে সুবিধা প্রদান করা হবে, যার মধ্যে ৮০ ঊর্ধ্ব বয়স্ক নাগরিক, দিব্যাঙ্গ জন এবং কোভিদ সন্দেহভাজন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 
মনিপুর রাজ্যে দিব্যাঙ্গ জনের সংখ্যা ১৪,৫৬৫। এছাড়া ৪১,৮৬৭ জন ৮০ ঊর্ধ্ব ভোটার রয়েছেন।
এদিনের ভার্চুয়াল বৈঠকে কমিশন প্রশাসনিক, লজিস্টিক, বাজেট এবং আইন-শৃঙ্খলা সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ আধিকারিকদের সাথে আলোচনা করেন। কমিশন মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকের সাথে নির্বাচনের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলার বিষয় নিয়ে পর্যালোচনা করেন।
এই পর্যালোচনা বৈঠকের সময় কমিশন সমস্ত ভোটগ্রহণ কর্মীদের ১০০ শতাংশ টিকাদান, সঠিক স্যানিটাইজেশন এবং ভোটকেন্দ্র গুলিতে সামাজিক দূরত্ব মানার বিষয়ে গুরুত্ব দেন। মণিপুরে ভ্যাকসিনেশনের হার কমে যাওয়ার বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সে রাজ্যের মুখ্য সচিবের কাছে উদ্বেগ প্রকাশ করেন।
কোভিড সংক্রান্ত বিষয়ে সামাজিক দূরত্বের নিয়মগুলিকে মাথায় রেখে কমিশন বিশেষভাবে কিছু নিয়মের পর্যালোচনা করেছে। একটি ভোটকেন্দ্রে ভোটারদের সর্বোচ্চ সংখ্যা ১৫০০ থেকে কমিয়ে ১২৫০ করা। সমস্ত ভোটকেন্দ্রে পানীয় জলের সুবিধা সহ বাথরুম, রেম্প, হুইলচেয়ার, বিদ্যুৎয়ের সুবিধা প্রদান করার জন্য সে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলার বিষয়ে আলোচনা করতে গিয়ে কমিশন নির্দেশ দিয়েছে যে মনিপুরে লাইসেন্সকৃত অস্ত্র জমা ত্বরান্বিত করতে হবে। সীমান্ত পেরিয়ে কোনভাবেই যাতে বেআইনি অনুপ্রবেশ না ঘটে সেজন্য সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোন অভাব অভিযোগ এলে তা সঙ্গে সঙ্গে নিষ্পত্তির জন্য সে রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিককে কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
মনিপুরের ২০২২-এর ভোটার তালিকা সংশোধনের আজ তা প্রকাশ করা হয়েছে। মোট ভোটারের সংখ্যা ২০,৩৪, ৯৬৬। এরমধ্যে ৩৮,৩৮৪ জন ভোটার রয়েছে যারা প্রথমবারের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আজকের এই পর্যালোচনা বৈঠকে ভারতের নির্বাচন কমিশনের পদস্হ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
 
CG/ SB

(Release ID: 1788064) Visitor Counter : 531