আইনওবিচারমন্ত্রক

প্রেস বার্তা

Posted On: 03 JAN 2022 4:35PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ০৩ জানুয়ারি, ২০২২
 
ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২১৭ এর ধারা (l) এবং অনুচ্ছেদ ২২৪ এর ধারা (l) তে প্রদত্ত ক্ষমতা প্রয়োগে রাষ্ট্রপতি, দেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি/ বিচারপতি নিয়োগ করেছেন। আজ (৩ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে তারা তাদের নিজ নিজ কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন। 
 
কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি অনিরুদ্ধ রায়-কে কলকাতা হাইকোর্টেরই বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মাধব জয়াজিরাও জমদার-কে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি অমিত ভালচন্দ্র বোরকার, বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি শ্রীকান্ত দত্তাত্রেয় কুলকার্নি ও বম্বে হাইকোর্টেরই অতিরিক্ত বিচারপতি অভয় আহুজা-কে ২০২২ সালের মার্চ থেকে ১ বছরের নতুন মেয়াদে বম্বে হাইকোর্টেরই অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছে।
 
আইন ও ন্যায় বিচার মন্ত্রকের আওতাধীন ন্যায় বিচার দপ্তরের নিয়োগ বিভাগ থেকে একথা জানানো হয়েছে। 
 
CG/SS/SKD/


(Release ID: 1787301) Visitor Counter : 132


Read this release in: English , Urdu , Hindi , Marathi