অর্থমন্ত্রক

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(এসবিআই)এর অনুমোদিত শাখাগুলিতে নির্বাচনী বন্ড বিক্রি

Posted On: 30 DEC 2021 5:45PM by PIB Kolkata
নতুন দিল্লি,৩০ ডিসেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় সরকার ২০১৮ সালের ২ জানুয়ারি গেজেট নোটিফিকেশন এর মাধ্যমে ইলেক্টোরাল বন্ড প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায়,যে কোন ভারতীয় ব্যাক্তি নির্বাচনী বন্ড কিনতে  করতে পারেন।  শুধুমাত্র অনুমোদিত ব্যাঙ্কের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে একটি যোগ্য রাজনৈতিক দল নির্বাচনী বন্ডগুলিকে  নগদ করতে  পারবে।
 
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই),তার ২৯টি অনুমোদিত শাখার মাধ্যমে পয়লা জানুয়ারি ২০২২ থেকে পয়লা অক্টোবর পর্যন্ত নির্বাচনী বন্ড ইস্যু এবং নগদ করার জন্য অনুমোদন দিয়েছে।
 
ইলেক্টোরাল বন্ড ইস্যু হওয়ার তারিখ থেকে পনেরো দিনের জন্য বৈধ হবে এবং বৈধ মেয়াদ শেষ হওয়ার পর বন্ড জমা হলে কোনো অর্থপ্রদানকারী রাজনৈতিক দলকে কোনো অর্থপ্রদান করা হবে না।  
 
CG/SS


(Release ID: 1786448) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu