অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স অথরিটি (আইএফএসসিএ) নজরদারি সংক্রান্ত প্রযুক্তি ব্যবস্থা (সুপটেক)-এর জন্য প্রস্তাব আহ্বান করেছে

Posted On: 29 DEC 2021 3:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২১

 

গুজরাটের গান্ধীনগরে আর্থিক পণ্য, পরিষেবা ও প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স অথরিটি (আইএফএসসিএ) একটি অভিন্ন আর্থিক নিয়ন্ত্রক সংস্থা গড়ে তুলেছে। গান্ধীনগরে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স (আইএফএসসিএ)-এ এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। আইএফএসসিএ একটি অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি-ভিত্তিক মঞ্চ গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। এর মাধ্যমে সহজে ব্যবসা করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর কম খরচে নজরদারি চালানো যাবে। এই উদ্দেশ্যে আইএফএসসিএ একটি উন্নতমানের নজরদারি ব্যবস্থাপনার প্রযুক্তি উদ্ভাবনের (সুপটেক) উদ্যোগ নিয়েছে। এই সুপটেক-এর সাহায্যে আর্থিক বিভিন্ন বিষয়ের ওপর দেশে-বিদেশে নজরদারি চালানো যাবে। এর জন্য আইএফএসসিএ তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে। সংশ্লিষ্ট সংস্থা সুপটেক-এর উদ্ভাবন, সেগুলি বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকবে। পুরো প্রকল্পটির সময়সীমা হবে ৭২ মাস এবং এর প্রথম ১২ মাস এটি তৈরি করা হবে। পরবর্তী ৬০ মাস প্রকল্পটি বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ করা হবে।   

প্রস্তাব সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন -https://ifsca.enivida.com

সুপটেক ব্যবস্থাপনার জন্য যে সংস্থাটিকে বাছাই করা হবে তার বাছাই করার প্রক্রিয়ার বিষয়ে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন – https://ifsca.gov.in/home/TenderList

 

CG/CB/DM/


(Release ID: 1786137) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu