অর্থমন্ত্রক
আয়কর দপ্তরের নতুন ই-দাখিল পোর্টালে ৪ কোটি ৬৭ লক্ষেরও বেশি আয়কর রিটার্ন দাখিল
Posted On:
28 DEC 2021 8:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর, ২০২১
আয়কর দপ্তরের নতুন ই-দাখিল পোর্টালে গত ২৭ ডিসেম্বর পর্যন্ত ৪ কোটি ৬৭ লক্ষেরও বেশি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। এর মধ্যে কেবল ২৭ ডিসেম্বর তারিখেই রিটার্ন দাখিলের সংখ্যা ১৫ লক্ষ ৪৯ হাজারেরও বেশি। উল্লেখ করা যেতে পারে, চলতি ২০২১-২২ অর্থবর্ষে আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আগামী ৩১ ডিসেম্বর। তাই, রিটার্ন দাখিলের শেষ দিন যত এগিয়ে আসবে, দাখিলের সংখ্যাও ক্রমশ বাড়বে বলেই মনে করা হচ্ছে।
২০২১-২২ অর্থবর্ষে জমা পড়া ৪ লক্ষ ৬৭ হাজার আয়কর রিটার্নের মধ্যে ৫৩.৬ শতাংশ (২ কোটি ৫০ লক্ষ) আইটিআর-১, ৮.৯ শতাংশ (৪১ লক্ষ ৭০ হাজার) আইটিআর-২, ১০.৭৫ শতাংশ (৫০ লক্ষ ২৫ হাজার) আইটিআর-৩, ২৫ শতাংশ (১ কোটি ১৭ লক্ষ) আইটিআর-৪, আইটিআর-৫ (৫ লক্ষ ১৮ হাজার), আইটিআর-৬ (২ লক্ষ ১৫ হাজার) এবং আইটিআর-৭ (৪৩ হাজার) ফর্ম রয়েছে। কেবল অনলাইনেই রিটার্ন দাখিল রয়েছে ৪৮.১৯ শতাংশের বেশি। বাকি রিটার্ন দাখিল ফর্ম জমা পড়েছে অফলাইনে।
জমা পড়া রিটার্ন দাখিলগুলির মধ্যে ৩ কোটি ৯১ লক্ষেরও বেশি রিটার্ন যাচাই করে দেখা হয়েছে। এর মধ্যে আধার-ভিত্তিক ওটিপি-র মাধ্যমেই যাচাই হয়েছে ৩ কোটি ৩৫ লক্ষেরও বেশি। নতুন ই-দাখিল পোর্টালে গত ৩ দিনে ২৭ লক্ষ ৭০ হাজার আধার-ভিত্তিক ওটিপি দেওয়ার অনুরোধ পাওয়া গেছে। পড়ে থাকা কর সম্পর্কিত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তিতে করদাতাদের ই-যাচাই প্রক্রিয়া দ্রুতসম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
২০২১-২২ মূল্যায়নবর্ষে ই-যাচাই হওয়া আয়কর রিটার্ন দাখিলগুলির মধ্যে ২ কোটি ৮৮ লক্ষেরও বেশি রিটার্ন প্রসেস করা হয়েছে এবং ১ কোটি ৭ লক্ষেরও বেশি রিফান্ড মেটানো হয়েছে।
আয়কর দপ্তর করদাতাদের দ্রুত কর মিটিয়ে দেওয়ার জন্য ই-মেল, এসএমএস এবং গণমাধ্যমে প্রচার চালিয়ে সচেতন করার কাজ করছে। ২০২১-২২ মূল্যায়নবর্ষে এখনও পর্যন্ত যে সমস্ত করদাতা রিটার্ন দাখিল করেননি, তাঁদের রিটার্ন দাখিলে বিলম্বিত মাশুল মেটানো এড়াতে দ্রুত রিটার্ন দাখিলের পরামর্শ দেওয়া হচ্ছে।
CG/BD/SB
(Release ID: 1786115)
Visitor Counter : 128