প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মিশন সাগর

Posted On: 26 DEC 2021 1:11PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৬  ডিসেম্বর, ২০২১

           

মিশন সাগরের আওতায় ২০২০ মে মাস থেকে ভারতীয় নৌবাহিনী বিভিন্ন অভিযান শুরু করেছে। ২৫শে  ডিসেম্বর মোজাম্বিকে মাপুতো বন্দরে নৌবাহিনীর জাহাজ কেশরী নোঙর করেছে। এর আগে ৭ বার নৌবাহিনী এ ধরণের অভিযান চালায়। সংশ্লিষ্ট অঞ্চলে সকলের নিরাপত্তা ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন (সাগর) মিশনের আওতায় এই অভিযান চালানো হয়। পররাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রের বিভিন্ন সংস্থা এটির তত্ত্বাবধান করে থাকে।

ভারতের সমুদ্র অঞ্চলে বর্ধিত প্রতিবেশীদের মধ্যে সহযোগিতা বাড়ানোর অঙ্গ হিসেবে সাগর মিশনের আওতায় আইএনএস কেশরী খরা কবলিত মোজাম্বিকে ৫০০ টন খাদ্য সামগ্রী নিয়ে গেছে। খরা পরিস্থিতির পর কোভিড মহামারীর কারণে উদ্ভুত পরিস্থিতিতে মোজাম্বিককে সাহায্য করতে ভারত এই খাদ্যশস্য সেদেশের নাগরিকদের জন্য পাঠিয়েছে। এছাড়াও মোজাম্বিকের সশস্ত্র বাহিনীর ক্ষমতায়ণের জন্য দুটি ছোট জাহাজ মোজাম্বিকের হাতে তুলে দেওয়া হয়েছে। ২০২০র মে মাস থেকে আইএনএস কেশরী মালদ্বীপ, মরিশাস, সেসেল্স, মাদাগাস্কার ও কমোরোসে মানবিক সাহায্য নিয়ে গেছে। এছাড়াও চিকিৎসা সংক্রান্ত সহযোগিতার অঙ্গ হিসেবে বিভিন্ন দেশে মেডিকেল টিম পাঠানো হয়। মিশন সাগরের আওতায় নৌবাহিনী ১৫টি দেশে বিভিন্ন সামগ্রী নিয়ে জাহাজ পাঠিয়েছে। এই জাহাজগুলি মোট ২১৫ দিনের নৌযাত্রায় ৩ হাজার মেট্রিকটন খাদ্যশস্য, ৩০০ মেট্রিকটন চিকিৎসার কাজে ব্যবহৃত তরল  অক্সিজেন, ৯০০টি অক্সিজেন কনসেনট্রেটর এবং ২০টি আইএসও কন্টেনার পরিবহণ করেছে।  নৌবাহিনীর জাহাজগুলি মোট ৪০ হাজার নটিক্যাল মাইল সফর করেছে, যা পৃথিবীর পরিধির দ্বিগুণ। এইভাবে কেন্দ্র, ভারতীয় নৌবাহিনীর মাধ্যমে  ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন বন্ধু রাষ্ট্রের দিকে  সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।   

 

CG/CB/NS


(Release ID: 1785489) Visitor Counter : 174