গ্রামোন্নয়নমন্ত্রক
মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য দিনদয়াল অন্তদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন ওভারড্রাফট- এর সুবিধা চালু করেছে
Posted On:
26 DEC 2021 12:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২১
দিনদয়াল অন্তদয় যোজনা- জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভার্চুয়াল মোডে গত ১৮ ডিসেম্বর একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল। যার বিষয় ছিল 'গ্রামীণ ক্ষেত্রে আর্থিক অন্তর্ভুক্তির ওপর আলোচনা'। এই কর্মসূচিতে বিভিন্ন ব্যাঙ্কের কার্যনির্বাহী অধিকর্তা থেকে শুরু করে চিফ জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের গ্রামীণ জীবিকা মিশন-এর সঙ্গে যুক্ত ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে উচ্চ পর্যায়ের আধিকারিকরা।
এই অনুষ্ঠানে গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীন গ্রামীণ জীবিকা'র যুগ্ম-সচিব শ্রী চিরঞ্জিত সিনহা উপস্থিত সকলকে স্বাগত জানান। গ্রামোন্নয়ন বিভাগের সচিব শ্রী নগেন্দ্রনাথ সিনহা অনুষ্ঠানের সূচনা করেন।
এই কর্মসূচির একটি অংশ হিসাবে বিভাগীয় সচিব শ্রী নগেন্দ্রনাথ সিনহা স্বনির্ভর গোষ্ঠী ভুক্ত মহিলা সদস্যদের জন্য জাতীয় গ্রামীণ জীবিকা মিশন- এর মাধ্যমে ৫ হাজার টাকা ওভারড্রাফট- এর সুবিধার কথা ঘোষণা করেন। এই মিশনের মাধ্যমে যে সব সদস্যের ব্যাঙ্কে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে অ্যাকাউন্ট রয়েছে তাঁরাই এ সুবিধা পাবেন। যা ২০১৯-২০ আর্থিক বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন।
এদিন তিনটি রাজ্য, অর্থাৎ রাজস্থান, ঝারখন্ড এবং উত্তর প্রদেশ থেকে আগত মোট ৬ জন (প্রতিটি রাজ্য থেকে দুজন) সদস্যকে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। অনুমান করা হচ্ছে যে, দিনদয়াল অন্তদয় যোজনা- জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর অধীনে প্রায় ৫ কটি মহিলা, যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, তাঁরা এই সুবিধা পেয়ে উপকৃত হবেন।
এদিনের কর্মসূচিতে 'পুনরুজ্জীবিত গ্রামীণ অর্থনীতি'-র বিষয়ে একটি উপস্থাপনা করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার শ্রীমতি বসুধা ভট্ট কুমার। তিনি গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবনের ক্ষেত্রে মহিলা উদ্যোগীদের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন।
বিভিন্ন ব্যাংক এবং রাজ্যের গ্রামীণ জীবিকা মিশন থেকে ২০০ জন অংশগ্রহণকারী ৭৫ টি জায়গা থেকে এই কর্মসূচিতে ভার্চুয়াল মোডে যোগ দিয়েছিলেন।
স্বনির্ভর গোষ্ঠী গুলির সঙ্গে ব্যাঙ্কের যোগাযোগ যথাযথ হওয়ার ক্ষেত্রে সেরা ব্যাঙ্কগুলিকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে রয়েছে-
১) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
২) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
৩) ইন্ডিয়ান ব্যাঙ্ক।
৪) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
CG/ SB
(Release ID: 1785387)
Visitor Counter : 414