রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

বড়দিনের প্রাক্কালে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

प्रविष्टि तिथि: 24 DEC 2021 5:35PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৪  ডিসেম্বর, ২০২১
 
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ বড়দিনের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 
 
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন “বড়দিনের শুভ অনুষ্ঠান উপলক্ষ্যে আমি সমস্ত দেশবাসীকে বিশেষ করে আমাদের খ্রীষ্টান ভাই ও বোনেদের আমার উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 
 
বড়দিন পালন করা হয় প্রভু যীশু খ্রীষ্টের জন্মবার্ষিকী উপলক্ষ্যে। এই উৎসব মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি ও সহানুভূতি জাগিয়ে তোলে এবং সমাজের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেয়। যীশু খ্রীষ্টের প্রেম ও করুণার বার্তা আজও সমগ্র মানবতাকে অনুপ্রাণিত করে চলছে।
 
এই উপলক্ষ্যে আসুন আমরা আমাদের জীবনে যীশু খ্রীষ্টের আদর্শ ও শিক্ষা গ্রহণ করে ন্যায় ও স্বাধীনতার মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি সমাজ গড়ার সংকল্প করি।”
 
CG/SS/NS

(रिलीज़ आईडी: 1785199) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil , Tamil , Malayalam