ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
কেন্দ্র ২০২২-এর ৩০ জুন পর্যন্ত সোয়া মিলকে অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা করেছে
১৯৫৫-র অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশ্লিষ্ট ধারায় সংশোধন করা হয়েছে
কেন্দ্রের এই সিদ্ধান্ত বাজারে সোয়া মিলের যোগান ও বিক্রয় আরও মসৃণ করবে
Posted On:
24 DEC 2021 7:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর, ২০২১
দেশীয় বাজারে সোয়া মিলের দাম কমানোর লক্ষ্যে সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় সোয়া মিলকে ২০২২-এর ৩০ জুন পর্যন্ত অত্যাবশ্যক সামগ্রী হিসেবে ঘোষণা করেছে। সেজন্য ১৯৫৫-র অত্যাবশ্যক পণ্য আইনের সংশ্লিষ্ট ধারায় সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে বলেছে, ১৯৫৫-র অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী আইনের ক্রমিক সংখ্যা ৮-এর পর সংশ্লিষ্ট ধারা বা শিডিউলে ক্রমিক সংখ্যা ৯ হিসেবে সোয়া মিলকে অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
সোয়া মিলের উৎপাদন ও বন্টন নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সোয়া মিলের যোগান ও বাজারে বিক্রি নিয়ন্ত্রণে আরও ক্ষমতা দেবে। এমনকি, আইনগত দিক থেকে এই পদক্ষেপের ফলে বাজারে অসাধু পন্থা বন্ধ করা যাবে এবং পোল্ট্রি ফার্ম ও গবাদি পশুখাদ্য উৎপাদকদের জন্য সোয়া মিলের যোগান বাড়বে।
CG/BD/DM/
(Release ID: 1785198)
Visitor Counter : 163