আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

'আবর্জনা মুক্ত' ভারত গঠনের লক্ষ্যে আবাসন এবং শহরাঞ্চলের দারিদ্র দূরীকরণ মন্ত্রক রোডম্যাপ প্রকাশ করেছে

Posted On: 24 DEC 2021 4:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ ডিসেম্বর, ২০২১
 
'সুশাসন দিবস'-এর প্রাক্কালে আবাসন এবং দারিদ্র্য দূরীকরণ মন্ত্রকের পক্ষ থেকে আজ 'আজাদী@৭৫ স্টার রেটিং প্রটোকল অফ গার্বেজ ফ্রি সিটিজ- তুল কিট ২০২২' প্রকাশ করেছে। যা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গভর্নেন্স টুল' আবর্জনা মুক্ত শহর গড়ার ক্ষেত্রে জ স্টার্টিং প্রটোকল হিসাবের সাহায্য করবে।
 
২০২১ সালের ১ অক্টোবর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান- শহরাঞ্চল-  দ্বিতীয় পর্যায়- এর সূচনা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল 'আবর্জনা মুক্ত' শহর। সম্প্রতি সমাপ্ত সার্টিফিকেশন অনুশিলনে দেশের ২,২৩৮ শহর অংশ নিয়েছিল। এরমধ্যে ৯ টি শহরকে পাঁচতারা হিসেবে রেটিং করা হয়েছে। এছাড়া ১৪৩ টি শহরকে তিন তারা হিসেবে রেটিং করা হয়েছে। অন্যদিকে, ১৪৭ টি শহরকে একতারা হিসেবে রেটিং করা হয়েছে।
 
CG/ SB

(Release ID: 1785023) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu