নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

পোষণ অভিযানে বাজেট বরাদ্দ

Posted On: 22 DEC 2021 1:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর, ২০২১
 
ছ’বছরের কম বয়সী শিশু, বয়ঃসন্ধিকালীন বালিকা, গর্ভবতী মহিলা, স্তন্যদাত্রী মায়েদের জন্য পুষ্টির মান বাড়াতে ২০১৮’র ৮ মার্চ পোষণ অভিযানের সূচনা হয়। এই অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে দৈহিক পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা হয়। সচেতনতা বাড়াতে জনআন্দোলন, আচার-আচরণগত পরিবর্তন, সামুদায়িক অংশগ্রহণ, উৎসাহভাতা ও পুরস্কার এবং সৃজনশীল ধ্যানধারণা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি। 
তিনি আরও বলেন, পোষণ অভিযানের দ্বিতীয় পর্যায়ে সহায়ক পুষ্টি কর্মসূচির কথা ২০২১-২২ এর বাজেটে ঘোষণা করা হয়। এই পর্যায়ে সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে পুষ্টিকর খাবার সরবরাহ, পৌষ্টিক খাবারের গুরুত্ব এবং অসুস্থতা ও অপুষ্টি দূরীকরণে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পোষণ ট্র্যাকার বা পুষ্টির মান যাচাই কর্মসূচিতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুষ্টিকর খাবারের গুণমান যাচাই করা হচ্ছে। সেই সঙ্গে, সরবরাহ করা খাবারের উপর নজরদারি চালানো হচ্ছে। সহায়ক পুষ্টিকর খাবার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও মহিলা তত্ত্বাবধায়কদের স্মার্ট ফোন দেওয়া হয়েছে, যাতে তাঁরা নবজাতকের ওজন তথা মা ও শিশুর পৌষ্টিক ঘাটতির উপর নজর রাখতে পারেন। 
পরিসংখ্যান অনুযায়ী, ৯ কোটি ১২ লক্ষেরও বেশি সুফলভোগী গত ৩০ জুন পর্যন্ত পোষণ অভিযানের সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৭-১৮ থেকে ২০২০-২১ পর্যন্ত পোষণ অভিযানের আওতায় পশ্চিমবঙ্গকে ২৬ হাজার ৭৫১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। 
 
 
CG/BD/SB

(Release ID: 1784446) Visitor Counter : 156


Read this release in: Telugu , English , Urdu , Tamil