নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

সাইবার ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা

Posted On: 22 DEC 2021 1:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর, ২০২১
 
২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনের ৬৭বি ধারানুযায়ী, অনলাইনে শিশুদের উপর যৌন নিগ্রহের ছবি ও ভিডিও প্রকাশ, প্রচার ও তা দেখার ক্ষেত্রে কঠোর শাস্তির সংস্থান রয়েছে। ২০২১-এর তথ্য প্রযুক্তি (ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) বিধি অনুসারে, শিশুদের সুরক্ষার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে জবাবদিহি করে তোলা হয়েছে। এই আইনে অভাব-অভিযোগের সময় মতো নিষ্পত্তি সহ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার সংস্থান রাখা হয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারীরা আইন লঙ্ঘণকারী যে কোনও তথ্য সরিয়ে ফেলতে পারেন। এমনকি, তারা প্রযুক্তি-ভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন, যাতে শিশুদের উপর যৌন নিগ্রহের বিষয়গুলিকে সহজেই চিহ্নিত করা যায়। 
সরকার শিশুদের উপর যৌন নিগ্রহের ছবি বা ভিডিও প্রচারকারী ওয়েবসাইটগুলি নিয়মিতভাবে ব্লক করে, যাতে এ ধরনের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করা যায়। শিশুদের উপর যৌন নিগ্রহ বন্ধ করতে পক্সো আইনে কড়া শাস্তির সংস্থান রয়েছে। আইন অনুযায়ী, যৌনতার উদ্দেশ্যে শিশুদের কাজে লাগানোর দায়ে অভিযুক্তদের কমপক্ষে পাঁচ বছর কারাদন্ড ও জরিমানার সংস্থান করা হয়েছে। কোনও ক্ষেত্রে দ্বিতীয়বার অভিযোগ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত কারাদন্ড ও জরিমানা উভয়েই হতে পারে। 
 
 
CG/BD/SB

(Release ID: 1784445) Visitor Counter : 156
Read this release in: English , Urdu , Tamil , Telugu