পঞ্চায়েতিরাজমন্ত্রক

পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা

Posted On: 22 DEC 2021 3:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর, ২০২১
 
সংবিধানের ৭৩তম সংশোধনের মাধ্যমে স্থানীয় স্বশাসিত প্রশাসনে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়। পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক মর্যাদা দিতে ১৯৯৩ সালে সংবিধানের ৭৩তম সংশোধন করে পার্ট-৯ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমান পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পরিবর্তনের বিষয়ে কোনও প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন নেই। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী শ্রী কপিল মোনেশ্বর।
তিনি আরও বলেন, স্থানীয় স্বশাসিত প্রতিষ্ঠান হওয়ায় পঞ্চায়েত রাজ্যের এক্তিয়ারভুক্ত এবং ভারতের সংবিধানের সপ্তম সিডিউল অনুযায়ী রাজ্য তালিকাভুক্ত। ভারতের সংবিধানের ৯ নম্বর পার্টে ২৪৩ ধারানুযায়ী পঞ্চায়েত গঠনের সংস্থান রয়েছে। সেই অনুসারে, সংশ্লিষ্ট রাজ্যের পঞ্চায়েতি রাজ আইনের মাধ্যমে পঞ্চায়েত গড়ে তোলা ও তা পরিচালিত হয়। বর্তমানে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির কাজকর্ম পরিচালনায় কমিটি গঠনের কোনও প্রস্তাব মন্ত্রকের বিবেচনাধীন নেই। তবে, দেশে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির কাজকর্ম আরও উন্নতিসাধনে মন্ত্রক ব্যবহার-বান্ধব ওয়েবভিত্তিক পোর্টাল ই-গ্রামস্বরাজ চালু করেছে। 
 
 
CG/BD/SB


(Release ID: 1784439) Visitor Counter : 2549


Read this release in: English , Urdu , Tamil