কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২২-এর মরশুমে নারকেলের শুকনো শাঁসের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়

Posted On: 22 DEC 2021 5:21PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২২ ডিসেম্বর, ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি ২০২২-এর মরশুমে নারকেলের শুকনো শাঁসের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। 
 
২০২১ সালে কারখানাজাত নারকেলের শুকনো শাঁসের ফেয়ার অ্যাভারেজ কোয়ালিটি অনুযায়ী (এফএকিউ) ক্যুইন্টাল পিছু ন্যূনতম সহায়ক মূল্য ছিল ১০ হাজার ৩৩৫ টাকা। ২০২২ সালে তা বাড়িয়ে ক্যুইন্টাল পিছু ১০ হাজার ৫৯০ টাকা করা হয়েছে। অন্যদিকে, ২০২১ সালে দলা পাকানো নারকেলের শুকনো শাঁসের ক্যুইন্টাল পিছু ন্যূনতম সহায়ক মূল্য ১০ হাজার ৬০০ টাকা ছিল। ২০২২ সালে তা বৃদ্ধি করে ১১ হাজার টাকা করা হয়েছে। অতএব, কারখানাজাত নারকেলের শুকনো শাঁসের ক্ষেত্রে ৫১.৮৫ শতাংশ এবং দলা পাকানো নারকেলের শুকনো শাঁসের ক্ষেত্রে ৫৭.৭৩ শতাংশ উৎপাদন খরচে সাহায্য হবে। 
 
কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইস (সিএসিপি)-এর সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কো-অপারেটিং কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড নারকেল উৎপাদনকারী রাজ্যগুলিতে ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসেবে কাজ করে থাকে। 
 
CG/SS/SKD/

(Release ID: 1784431) Visitor Counter : 116