পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে কাজের সুযোগ

Posted On: 20 DEC 2021 3:05PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০ ডিসেম্বর, ২০২১

 

স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ‘পরিবেশ সংক্রান্ত শিক্ষা, সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি’ (ইইএটি)র সূচনা করেছে। ন্যাশনাল গ্রিন কর্প প্রকল্পের আওতায় এই কর্মসূচিতে দেশজুড়ে ১ লক্ষ ইকো ক্লাব তৈরি করা হয়েছে। এর সাহায্যে পরিবেশ সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করে তোলা হচ্ছে। মন্ত্রক স্কুলের  সংরক্ষিত বনাঞ্চল, অভয়ারণ্য ও জাতীয় উদ্যানে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রকৃতি বীক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকে। যুব বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী এনএসএস-এর পরিবেশ সংক্রান্ত সচেতনতা ও আলোচনা কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার এবং বৃক্ষরোপণের মতো বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

মন্ত্রক ২০১৭র জুন মাসে গ্রীন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএসডিপি)র সূচনা করেছে। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদানের জন্য এনভাইরনমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এনভিস প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে দেশের ৯টি জৈব ভৌগলিক অঞ্চলের ১০টি জায়গায় যুব সম্প্রদায়কে পরিবেশ, বন ও বন্যপ্রাণীর বিষয়ে আরও ওয়াকিবহাল করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ২০১৮-১৯ সময়কাল থেকে জল, মাটি ও বাতাসে দূষণের পরিমাণে নজরদারি রাখা, বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা,  নর্দমার জল পরিশ্রুত করা, পরিবেশ দূষণের কারণে জলবায়ুর ওপর প্রভাব নিয়ে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সচেতন করে তোলা হচ্ছে। দেশের সর্বত্র এনভিস হাবে জিএসডিপি-র আওতায় প্রশিক্ষণের জন্য দরখাস্ত চাওয়া হয়ে থাকে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়।  

লোকসভায় আজ এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে। 

 

CG/CB/NS


(Release ID: 1783667)
Read this release in: English , Urdu , Tamil , Telugu