ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর পশ্চিমাঞ্চলের ইস্পাত ব্যবহারকারীদের সম্মেলনে ইস্পাত মন্ত্রী বক্তব্য রেখেছেন

प्रविष्टि तिथि: 20 DEC 2021 2:06PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০ ডিসেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী রামচন্দ্র প্রসাদ সিং চন্ডীগড়ে রবিবার উত্তর পশ্চিমাঞ্চলে ইস্পাত ব্যবহারকারীদের জন্য আয়োজিত গ্রাহক সম্মেলনে বক্তব্য রেখেছেন। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেইল এই সম্মেলনের আয়োজন করে। শ্রী সিং জানান জাতীয় ইস্পাত নীতি অনুযায়ী দেশে ইস্পাতের ব্যবহার বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে বছরে ৩০ কোটি টন ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। দেশে পরিকাঠামো, শিল্প, রপ্তানী ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সহায়তা করছে। এই সহায়তার অঙ্গ হিসেবে ইস্পাতের উৎপাদন বৃদ্ধি জরুরি হয়ে পরেছে। আত্মনির্ভর ভারত অভিযানকে সফল করে তুলতে দেশে ইস্পাতের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। 

সেইল আয়োজিত এই অনুষ্ঠানে যেসব শিল্পে ইস্পাতের প্রয়োজন হয় সেইসব শিল্পের সঙ্গে যুক্ত ৭৫টি সংস্থা বৈঠকে অংশগ্রহণ করে । অনুষ্ঠানে বিভিন্ন শিল্পের প্রতিনিধিরা কাঁচামালের যোগান নিশ্চিত করার ওপর তাঁদের বক্তব্য পেশ করেন। বৈঠকে এলপিজি, প্লেট এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের জন্য ইস্পাতের চাহিদার বিষয়টি নিয়ে মতবিনিময় হয়েছে। অনুষ্ঠানে ইস্পাত মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রীমতী রসিকা চৌবে এবং সেইলের চেয়ারপার্সন শ্রীমতী সোমা মন্ডল উপস্থিত ছিলেন। 

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1783559) आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Urdu , हिन्दी , Punjabi , Telugu