রাষ্ট্রপতিরসচিবালয়
ভিয়েতনামের সংসদীয় প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে
Posted On:
19 DEC 2021 6:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২১
মিঃ ভুং দিন হিউ –এর পৌরোহিত্যে ভিয়েতনামের একটি সংসদীয় প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন ।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি জানান, ভারত ও ভিয়েতনামের মধ্যে সুসম্পর্ক রয়েছে । দেশের জনগণ মহাত্মা গান্ধী এবং রাষ্ট্রপতি হো চি মিন-এর আদর্শকে অনুসরণ করে । দ্বিপাক্ষিক কৌশলগত অংশিদারিত্বকে সম্প্রসারিত করার পাশাপাশি রাজনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ, উন্নয়ন ক্ষেত্রে অংশিদারিত্ব, শক্তিক্ষেত্র, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক রয়েছে ।
২০১৮ সালে ভিয়েতনাম সফরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ভিয়েতনামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং শক্তিশালী বৌদ্ধ সংযোগ সহ দুই দেশের মধ্যে প্রাচীন সভ্যতার আদান-প্রদানের বিষয়টি লক্ষ্য করা গেছে ।
রাষ্ট্রপতি আরও জানান, ভারত ও ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততার একটি ইতিবাচক দিক বজায় রয়েছে । কোভিড ১৯ মহামারির জেরে উদ্বুদ্ধ সমস্যা থাকা সত্ত্বেও এই সুসম্পর্ক বজায় রয়েছে । দুই দেশের মধ্যে প্রতিরক্ষা অংশিদারিত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন । তিনি বলেন, ভারত ও ভিয়েতনামের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখবে ।
বহুপাক্ষিক মঞ্চে ক্ষেত্রে ভারত ও ভিয়েতনামের মধ্যে সহযোগিতার কথা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রসংঘ এবং অন্যান্য সংস্থায় দুই দেশের সমন্বিত প্রচেষ্টাই উন্নয়নশীল দেশগুলি সংখ্যা গরিষ্ঠ কন্ঠস্বর হয়ে উঠেছে । তিনি উল্লেখ করেন যে, ভারত এবং ভিয়েতনাম উন্মুক্ত ,শান্তিপূর্ণ ,সমৃদ্ধশালী অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম ভিত্তিক পদ্ধতিতে ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে কাজ করে চলেছে ।
CG/SS/RAB
(Release ID: 1783285)
Visitor Counter : 160