প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরডিও কন্ট্রোলড এরিয়াল ডেলিভারি সিস্টেমের প্রদর্শন করেছে

Posted On: 19 DEC 2021 10:54AM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৯শে ডিসেম্বর, ২০২১

 

আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন কন্ট্রোলড এরিয়াল ডেলিভারি সিস্টেমের ব্যবস্থাপনা প্রদর্শন করেছে। স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা বা  ডিআরডিও আকাশপথে এই প্রদর্শনীর আয়োজন করে। গ্লোবাল পজিশনিং সিস্টেমের সাহায্যে র‍্যাম এয়ার প্যারাশুটের সাহায্যে মালপুরায় ৫০০০ মিটার উঁচু জায়গা থেকে ৫০০ কেজি ওজন ঠিকভাবে নামানোর জন্য আকাশপথে নিয়ন্ত্রিত সরবরাহ ব্যবস্থা সিএডিএস-৫০০ ব্যবহার করা হয়েছে । এএন ৩২ এয়ারক্র্যাফট থেকে এই বিপুল ওজনের জিনিস নামানোর সময় ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর ১১ জন প্যারাট্রুপার  সাহায্য করেছে।

 

CG/CB/ NS


(Release ID: 1783281) Visitor Counter : 210