প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

এয়ার ফোর্স অ্যাকাডেমিতে কম্বাইন্ড গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়েছে

Posted On: 18 DEC 2021 5:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২১
 
ভারতীয় বায়ুসেনার বিভিন্ন শাখার ১৭৫ জন ফ্লাইট ক্যাডেটের প্রাক- কমিশন প্রশিক্ষণের সফল সমাপ্তিকে স্মরণীয় করে তুলতে দুন্ডিগালের বায়ুসেনা একাডেমিতে একটি সম্মিলিত গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। আজ ১৮ ডিসেম্বর, ২০২১ অনুষ্ঠিত এই প্যারেডে ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী, পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি, উপস্থিত ছিলেন।
যেখানে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত সফল ফ্লাইট ক্যাডেটদের 'প্রেসিডেন্টস কমিশন' প্রদান করেন। গ্রাজুয়েটিং অফিসারদের মধ্যে ২৮ জন মহিলা ছিলেন, যারা ভারতীয় বিমান বাহিনীতে মহিলা আধিকারিকদের সাথে যোগ দিয়েছেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর দুই আধিকারিক, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ন'জন আধিকারিক এবং ভিয়েতনামের তিনজন ক্যাডেটকে ফ্লাইং প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করার জন্য উইংস প্রদান করা হয়। কুচকাওয়াজের মাধ্যমে একটি আনুষ্ঠানিক অভিবাদন অনুষ্ঠান হয়। এরপর একটি চিত্তাকর্ষক মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের অন্যতম বিশেষত্ব ছিল 'পিপিং অনুষ্ঠান'। যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ফ্লাইট ক্যাডেটদের 'স্ট্রাইপস' প্রদান করা হয়। পরে রিভিউ অফিসার এবং অন্যান্য বিশিষ্ট বর্গের উপস্থিতিতে অ্যাকাডেমির কমান্ড্যান্ট তাঁদের শপথ বাক্য পাঠ করান।
আনুষ্ঠানিক স্যালুট এবং সমাপ্তি পর্যায়ে আকাশপথে হেলিকপ্টারের কলাকৌশল প্রদর্শন করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী শ্রীমতি রাওয়াত সহ ১২ জন কর্মী যারা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কম্বাইন্ড গ্রাজুয়েশন প্যারেড 'কাট ডাউন' করা হয়।
'পিপিং সেরিমনি ' সমাপ্তির পর রিভিউ অফিসার ফ্লাইং অফিসার দের বিভিন্ন পুরস্কার প্রদান করেন, যারা বিভিন্ন প্রশিক্ষণ শাখায় দক্ষতা অর্জন করেছেন। ফ্লাইং শাখার ফ্লাইং অফিসার শাশ্বত ভরদ্বাজকে পাইলট পাঠক্রমে সামগ্রিকভাবে মেধার ভিত্তিতে প্রথম অবস্থানের জন্য রাষ্ট্রপতির ফলক এবং বিমান বাহিনীর প্রধান 'সোরড্ অফ অনার' প্রদান করা হয়। নেভিগেশন শাখার ফ্লাইং অফিসার শ্রীকান্ত মিশ্রকে নেভিগেশন পাঠক্রমের সামগ্রিক মেধায় প্রথম স্থান অধিকারের জন্য রাষ্ট্রপতির ফলক প্রদান করা হয়। এর পাশাপাশি, গ্রাউন্ড ডিউটি অফিসার দের সামগ্রিক ক্রমে মেধার ভিত্তিতে প্রথম হওয়ার জন্য ফ্লাইং অফিসার আস্হা কৌরকে  রাস্ট্রপতির ফলক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান বলেন, ভারতীয় বিমানবাহিনীর রাফালে, অ্যাপাচি, চিনুক এবং অন্যান্য শক্তিশালী বিমানের মাধ্যমে একটি মজবুত বিমানবাহিনীতে রূপান্তরিত হওয়ার পথে। ভারতীয় বিমানবাহিনী পূর্বসূরিদের দ্বারা দেখানো পেশাদার মনোভাব, যোগ্যতা এবং সমৃদ্ধ উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের মতো তরুণ এবং উদ্যমী আধিকারিকদের প্রতি বিশেষ দৃষ্টি দেয়। তিনি বলেন, সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে আপনি আপনার কর্মজীবনে কিছু অসুবিধার সম্মুখীন হতে বাধ্য। তবে এই কষ্ট এবং সীমাবদ্ধতাকে আপনি কখনোই মানসিক ও শারীরিকভাবে প্রভাবিত হতে দেবেন না।
 
 
CG/ SB

(Release ID: 1783132) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Hindi , Tamil